Oppo Reno 6 Launch : ১৪ জুলাই ভারতীয় বাজারে মুক্তি Oppo Reno 6 সিরিজের
ভারতীয় বাজারে মুক্তি পেতে চলেছে Oppo Reno 6 ও Oppo Reno 6 Pro 5G ফোনের। দেখে নিন এর স্পেসিফিকেশন।
নয়া দিল্লি : ভারতের বাজারে শীঘ্রই মুক্তি পেতে চলেছে Oppo Reno 6। এর পাশাপাশি আসছে Oppo Reno 6 Pro 5G স্মার্টফোন। আগামী ১৪ জুলাই থেকে এই দুটি চিনা ফোনের বিক্রি শুরু হচ্ছে ভারতীয় বাজারে। এগুলি অনলাইনে বিক্রির জন্য সম্প্রতি মাইক্রোসাইট তৈরি করেছে ফ্লিপকার্ট। স্মার্টফোন দুটি বাজারে আসার আগে দেখে নেওয়া যাক এদের দাম ও স্পেসিফিকেশন।
Oppo Reno 6-এর স্পেসিফিকেশন :
Oppo Reno 6 স্মার্টফোনের রয়েছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি ও হোল পাঞ্চ অ্যামোলেড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। অ্যানড্রয়েড ১১ ফোন এটি। রয়েছে মিডিয়াটেক ডাইমেনসন ও ৯০০ প্রসেসর। ফোনে থাকছে ১২ জিবি RAM ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। দাম রাখা হতে পারে ৩০ হাজার টাকা।
ক্যামেরা ও ব্যাটারি :
ফটোগ্রাফির জন্য Oppo Reno 6 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাথমিক ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। সেকেন্ডারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল ও থার্ড লেন্স ২ মেগাপিক্সেলের। সেল্ফি তোলা ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ব্যাকআপ ৪৩০০ mAh-এর । এছাড়া মিলবে ৬৫W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট।
Oppo Reno 6 Pro 5G-র স্পেসিফিকেশন :
Oppo Reno 6 Pro 5G-র আছে ৬.৫৫ ইঞ্চি ফুল অইচডি ও ওলেড ডিসপ্লে। রয়েছে মিডিয়াটেক ডাইমেনসন ও ১২০০ প্রসেসর। RAM ১২ জিবির এবং ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে ২৫৬ জিবি। ছবি তোলার জন্য ফোনে কোয়াড ক্যামেরা রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে ৮ মেগাপিক্সেলের। থাকছে দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর। সেল্ফি তোলা ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ব্যাকআপ ৪৫০০ mAh-এর । এছাড়া মিলবে ৬৫W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভারতের বাজারে Oppo Reno 6 Pro 5G-র প্রতিযোগিতা Realme X7 Max 5G-র সঙ্গে। এই ফোনটিতে ৬.৪৩ ইঞ্চি এইচডি ও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।