(Source: Poll of Polls)
Oppo Reno 8T 5G: ভারতে ওপ্পো রেনো ৮টি ৫জি ফোন কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
Oppo Smartphone: শোনা যাচ্ছে, নতুন ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে।
Oppo Reno 8T 5G: ভারতে আসছে ওপ্পোর নতুন ফোন ওপ্পো রেনো ৮টি ৫জি (Oppo Smartphone)। আগামী ৩ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে ভারতে। ওপ্পো রেনো ৮ সিরিজের (Oppo Reno 8 Series) তৃতীয় মডেল হতে চলেছে এই ফোন। এর আগে লঞ্চ হয়েছে ভ্যানিলা মডেল ওপ্পো এনো ৮ (Oppo Reno 8) এবং ওপ্পো রেনো ৮ প্রো (Oppo Reno 8 Pro)। শোনা যাচ্ছে, নতুন ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। এছাড়াও ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনে একটি ৪৮০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকতে পারে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভারতে ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনের সম্ভাব্য দাম
সূত্রের খবর, এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০ থেকে ৩২ হাজার টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ বেসড ColorOS 13- এর সাহায্যে। এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন সমেত AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
Moto E13: ভারতে নতুন ফোন লঞ্চ করবে মোটোরোলা (Motorola) সংস্থা। শোনা যাচ্ছে, এই ফোন একটি বাজেট ফ্রেন্ডলি (Budget Friendly Phone) মডেল হতে চলেছে। অর্থাৎ ফোনের দাম থাকবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। মোটো ই১৩ (Moto E13) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। যদিও এখনও এই ফোন লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, মোটোরোলা 'ই' সিরিজের (Motorola E Series Phone) আসন্ন ফোন মোটো ই১৩ আগামী মাসের শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মোটো ই১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ভারতে এই ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে। তবে মোটোরোলা কর্তৃপক্ষ ভারতে মোটো ই১৩ ফোন লঞ্চ কিংবা তার দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই ঘোষণা করেনি।
আরও পড়ুন- রিয়েলমি কোকা-কোলা ফোন আসছে দ্রুত, খুশি গ্যাজেট প্রেমীরা