Poco Smartphones: ভারতে হাজির পোকো-র নতুন দুই ৫জি ফোন, দামে সস্তা হলেও ফিচার রয়েছে নজরকাড়া
Poco 5G Phones: পোকো এম৭ প্রো ৫জি এবং পোকো সি৭৫ ৫জি- এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ফ্লিপকার্ট থেকে পোকো সংস্থার এই দুই ৫জি ফোন কেনা যাবে।
Poco Smartphones: পোকো এম৭ প্রো ৫জি (Poco M7 Pro 5G) এবং পোকো সি৭৫ ৫জি (Poco C75 5G) - এই দুই নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে। দুটো ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ (Android 14) বেসড HyperOS out-of-the-box - এর সাপোর্ট। পোকো এম৭ প্রো ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২৫ আলট্রা চিপসেট। অন্যদিকে পোকো সি৭৫ ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর। এই দুই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর (50 MP Rear Camera Sensor) রয়েছে। এছাড়াও রয়েছে ৪৫ ওয়াটের (45W Charging) চার্জিং সাপোর্ট। পোকো এম৭ প্রো ৫জি এবং পোকো সি৭৫ ৫জি- এই দুই ফোনে ইউএসবি টাইপ-সি (USB Typc C Port) পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে।
পোকো এম৭ প্রো ৫জি এবং পোকো সি৭৫ ৫জি- এই দুই ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে, দেখে নিন
পোকো এম৭ প্রো ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ২৮ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। ল্যাভেন্ডার ফ্রস্ট, লুনার ডাস্ট এবং অলিভ টোয়ালাইট- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো এম৭ প্রো ৫জি ফোন।
পোকো সি৭৫ ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। এই অফারের দাম সীমিত সময়ের জন্য রয়েছে। অ্যাকোয়া ব্লু, এনচ্যান্টেড গ্রিন এবং সিলভার স্টারডাস্ট- এই তিন রঙে পোকো সি৭৫ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে।
ফ্লিপকার্ট থেকে পোকো সংস্থার এই দুই ৫জি ফোন কেনা যাবে। পোকো এম৭ প্রো ৫জি ফোনের বিক্রি শুরু হবে ২০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে। আর পোকো সি৭৫ ৫জি ফোনের বিক্রি শুরু হয়েছে ১৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে।
পোকো এম৭ প্রো ৫জি ফোনে রয়েছে ৫১১০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে, পোকো সি৭৫ ৫জি ফোনে রয়েছে ৫১৬০ এমএএইচ ব্যাটারি। পোকো সংস্থার এই দুই ফোনই ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।
আরও পড়ুন- রিয়েলমির ১৪এক্স ৫জি হাজির ভারতে, ফোনে জল ঢুকে গেলে বের করার জন্য রয়েছে বিশেষ ফিচার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।