RealMe Narzo 30 PRO Review: আসছে রিয়েল মি নারজো, নজর রাখতে পারেন
ছবিতে দেখা যাচ্ছে নতুন এই ফোনে আছে ট্রিপল ক্যামেরা। ৪৮ এমপি সেন্সর এবং ফিঙ্গার প্রিন্ট। সঙ্গে আছে সাইড সেন্সরও। আছে এলইডি ফ্ল্যাশও। ফোনের সামনের দিকে একদম উপরে আছে সেলফি ক্যামেরা। এই ক্যামেরা চৌকো। সাড়ে ৬ ইঞ্চি ডিসপ্লে।
কলকাতা: আগামী সপ্তাহে বাজারে আসতে চলেছে রিয়েল মি নারজো ৩০ (Realme Narzo 30)। ভারত এবং ইউরোপের সংস্থার সিইও মোবাইলের লুক শেয়ার করেছেন ট্যুইটারে। রিয়েল মি নারজো ৩০ প্রো ৫জি-র ছবি পোস্ট করেছেন তিনি।
ফ্লিপকার্টে এই ফোন পাওয়া যাবে বলে জানা গিয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টা থেকে এই ফোন সাধারণ মানুষ কিনতে পারবেন। ভারতেই প্রথম লঞ্চ করবে এই ফোন। জানা গিয়েছে, রিয়েল মি নারজো ২০ প্রো (Narzo 20 Pro) এবং রিয়েল মি নারজো ২০এ (Narzo 20A)-র থেকেও উন্নত মানের এই ফোন।
ছবিতে দেখা যাচ্ছে নতুন এই ফোনে আছে ট্রিপল ক্যামেরা। ৪৮ এমপি সেন্সর এবং ফিঙ্গার প্রিন্ট। সঙ্গে আছে সাইড সেন্সরও। আছে এলইডি ফ্ল্যাশও। ফোনের সামনের দিকে একদম উপরে আছে সেলফি ক্যামেরা। এই ক্যামেরা চৌকো। সাড়ে ৬ ইঞ্চি ডিসপ্লে। সম্ভবত এই ফোনে থাকবে ৪৮০০ এমএএইচ ব্যাটারি। ভারতের বাজারে রিয়েল মি এক্স সেভেনের থেকে কম দাম হবে বলে জানা যাচ্ছে। যা দিনকয়েক আগেই ভারতের বাজারে এসেছে।
মূলত নীল এবং ধূসর রঙেই পাওয়া যাবে এই ফোন। তবে পড়ে অন্য রঙেও পাওয়া যেতে পারে বলে জানা গিয়েছে। রিয়েল মি নারজো ৩০ প্রো ৫জি-তে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮০০ ৫জি প্রসেসর আছে। ১১ শতাংশ দ্রুত সিপিইউ পারফরমেন্স। জিপিইউ ২৮ শতাংশ বেশি। ফোনের পিছনের অংশ চকচকে। অন্যদিকে রিয়েল মি নারজো ৩০এ (Realme Narzo 30A ) সম্পর্কে বিশেষ কিছু জানায়নি সংস্থা। কিন্তু জানা গিয়েছে, রিয়েল মি নারজো ৩০এ চৌকো আকৃতির। রয়েছে ট্রিপল ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। অত্যাধুনিক ফিনিশিং।