Realme Phones: রিয়েলমি 'নারজো' সিরিজের নতুন ৫জি ফোন আসছে ভারতে, কেমন দেখতে হবে এই মডেল?
Realme Narzo 70 Turbo 5G: এই ফোন লঞ্চ হতে পারে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই কনফিগারেশনে।
Realme Phones: রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন (Realme Narzo 70 Turbo 5G) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। এর পাশাপাশি রিয়েলমি (Realme Smartphones) সংস্থা ঘোষণা করেছে যে নারজো ৭০ টার্বো ৫জি ফোন দেশে লঞ্চ হবে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য ফিচার এবং ডিজাইনও প্রকাশ্যে এসেছে। কালো এবং হলুদ রঙের সংমিশ্রণে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন।
প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে কালো রঙের উপর হলুদ রং দিয়ে লম্বালম্বি স্ট্রাইপ দেখা যাবে। এছাড়াও এই ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে চৌকো আকৃতির ক্যামেরা মডিউল। ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে মাঝ-বরাবর এই ক্যামেরা মডিউল সাজানো রয়েছে। সেখানে তিনটি ক্যামেরা সেনসর দেখা যাবে। সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট। অর্থাৎ এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। জানা গিয়েছে, এই ফোনের নীচের দিকের অংশে স্পিকার গ্রিল এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকবে। এছাড়াও ফোনটি হতে পারে ৭.৬ মিলিমিটার পুরু। গেম খেলার সময় এই ফোন ইউজারদের দারুণ অভিজ্ঞতা দেবে বলেও দাবি করেছে রিয়েলমি সংস্থা।
রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন লঞ্চ হতে পারে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই চারটি কনফিগারেশনে। সবুজ, পার্পল এবং হলুদ রঙে এই ফোন লঞ্চ হতে পারে। রিয়েলমির এই ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। মেন রেয়ার ক্যামেরা সেনসরে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট যুক্ত থাকবে।
অন্যদিকে রিয়েলমি পি১ ৫জি এবং রিয়েলমি পি১ প্রো ৫জি - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছিল এবছর এপ্রিল মাসে। রিয়েলমি পি১ ৫জি সিরিজের পর এবার ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি২ ৫জি সিরিজ। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন ওয়েবসাইটে রিয়েলমি পি২ প্রো ফোনের নাম দেখা গিয়েছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে ভারতে রিয়েলমি পি২ ৫জি সিরিজ লঞ্চ হতে আর বেশি দেরি নেই। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন- ভারতে চাহিদা বাড়ছে ৫জি ফোনের, সস্তায় নতুন মডেল আনছে ইনফিনিক্স, কী কী ফিচার থাকবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।