Samsung Galaxy F23 5G আসছে বাজারে, জেনে নিন লঞ্চ ডেট-স্পেকস
Samsung Galaxy F23 5G: এবার Galaxy F23 5G নিয়ে আসছে Samsung। আগামী ৮ মার্চ ই-কমার্স প্লাটফর্মে দেখা যাবে কোম্পানির এই 'মিডরেঞ্জে মোবাইল'।
Samsung Galaxy F23 5G: স্যামসাঙের ফ্ল্যাগশিপ ফোন S22 লঞ্চ হয়েছে বেশিদিন হয়নি। এবার Galaxy F23 5G নিয়ে আসছে Samsung। আগামী ৮ মার্চ ই-কমার্স প্লাটফর্মে দেখা যাবে কোম্পানির এই 'মিডরেঞ্জে স্টানার'।
Samsung Galaxy F23 5G: Flipkart-এ পাওয়া যাবে এই ফোনে। গ্যালাক্সি এফ লাইনে এর আগে Samsung Galaxy F22 5G এনেছিল কোম্পানি। যার দাম ভারতে রাখা হয়েছিল 14,499 টাকা। নতুন এই স্মার্টফোনটির দাম 15,000 থেকে 20,000 টাকার মধ্যে হতে পারে। মোবাইল বাজারে Xiaomi Redmi Note 11T 5G, Realme 9 Pro, Poco X3 Pro 5G-র সঙ্গে প্রতিযোগিতা হবে এই ফোনের।
Samsung Galaxy F23 5G: ইতিমধ্যেই ফোনের বিষয়ে অনেক কিছুই চলে এসেছে প্রকাশ্যে। স্পেকস ও ফিচারের বিষয়ে অনেক তথ্য ফাঁস হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, Samsung Galaxy F23 5G-তে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ একটি সম্পূর্ণ HD+ স্ক্রিন । Geekbench-এর তালিকা অনুসারে, ডিভাইসে একটি Qualcomm Snapdragon 750G চিপ থাকবে। 6GB র্যাম ছাড়াও Android 12 OS-এ চলবে এই ফোন। 128GB স্টোরেজ সহ একটি 8GB RAM থাকতে পারে এই ফোনে।
Samsung Galaxy F23 5G: Flipkart ছাড়াও, ডিভাইসটি Samsung.com ও অন্যান্য খুচরো আউটলেটগুলিতেও পাওয়া যাবে। Samsung ভারতে Rs 15,000-Rs 30,000-এর স্মার্টফোনের বিভাগে ভাল ফল করেছে। এবার সেই বাজারকে মাথায় রেখেই Galaxy F23 লঞ্চ করতে চলেছে কোম্পানি। বাজারে এই ফোন এনে প্রতিযোগীদের মাত দিতে পারে কোম্পানি। অন্তত তেমনটাই বলছে টেক সাইটগুলো। কোম্পানি গত বছর Galaxy F পোর্টফোলিওতে স্মার্টফোনের একটি সিরিজ লঞ্চ করেছিল। সেখানে Galaxy F42 5G ছিল সিরিজের প্রথম 5G স্মার্টফোন। গ্যালাক্সি F42 5G নাইট মোড সহ 64MP ট্রিপল ক্যামেরা, 90Hz রিফ্রেশ রেট সহ 6.6-ইঞ্চি FHD+ ডিসপ্লে ও 12 ব্যান্ড 5G সাপোর্ট সহ পাওয়া যায়। এবার সেই চিন্তা মাথায় রেখেই Samsung Galaxy F23 5G আনছে কোম্পানি ।
বিস্তারিত আসছে...