Motorola 5G Phones: মোটোরোলা 'জি' সিরিজের নতুন ৫জি ফোন লঞ্চ হল ভারতের বাজারে, দাম ২০ হাজারের কম, রয়েছে নজরকাড়া ফিচার
Motorola G Series Phones: মোটো জি৮৬ পাওয়ার ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে শক্তিশালী ব্যাটারি। এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।

Motorola Phones: মোটো জি৮৬ পাওয়ার ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৬৭২০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ চিপসেটের সাপোর্ট। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে ফোনের ব্যাক প্যানেলে। সেখানে সোনি সংস্থার ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না। এই ফোনের ডিসপ্লের উপর সুরক্ষার জন্য রয়েছে Gorilla Glass 7i প্রোটেকশন লেয়ার। এছাড়াও এই ফোনে রয়েছে military-grade MIL-STD-810H ডিউরেবেলিটি সার্টিফিকেশন। অর্থাৎ ফোন যথেষ্ট শক্তপোক্ত। ফোনের ব্যাক প্যানেলে ইউজাররা পাবেন ভেগান লেদার ফিনিশ।
মোটো জি৮৬ পাওয়ার ৫জি ফোনের দাম ভারতে কত
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। ৬ অগস্ট থেকে বিক্রি শুরু হতে চলেছে এই ফোনের। কেনা যাবে মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। মোট তিনটি রঙে লঞ্চ হয়েছে মোটো জি৮৬ ৫জি ফোন।
মোটো জি৮৬ পাওয়ার ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে
- ৬.৭ ইঞ্চির সুপার এইচডি রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে মোটোরোলার এই ফোনে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে Gorilla Glass 7i প্রোটেকশন লেয়ার।
- মোটোরোলার এই ফোনে একটি ৪এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ।
- এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। এই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার সিস্টেম রয়েছে যেখানে Dolby Audio সাপোর্ট পাবেন।
- মোটো জি৮৬ পাওয়ার ৫জি ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার (ম্যাক্রো মোড সমেত) এবং একটি থ্রি ইন ওয়ান ফ্লিকার সেনসর। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনে ৬৭২০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের টার্বো পাওয়ার সাপোর্ট রয়েছে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকছে বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য। ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট পাওয়া যাবে মোটোরোলা জি সিরিজের এই ফোনে। ইউএসবি টাই-সি পোর্ট দিয়ে চার্জ দেওয়া যাবে এই ফোনে।






















