Smartphone Battery Life: অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি লাইফ দীর্ঘ সময় টিকিয়ে রাখতে কী কী করবেন
Smartphone Charge: ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভাল রাখার জন্য এবং ফোনের ব্যাটারি যাতে অনেকক্ষণ চার্জ ধরে রাখতে পারে, তার জন্য কী কী করণীয়, দেখে নিন।
Smartphone Battery: বর্তমানে স্মার্টফোন (Smartphone) আমাদের জীবনের নিত্যসঙ্গী। প্রতিদিনের প্রায় সব ধরনের কাজের সঙ্গেই জড়িয়ে রয়েছে এই স্মার্টফোন। এই ডিভাইস দীর্ঘমেয়াদি করতে চাইলে ফোনের ব্যাটারি (Battery) ভাল রাখা খুবই প্রয়োজনীয়। বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীই অ্যান্ড্রয়েড ডিভাইস (Android Device) ব্যবহার করেন। এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের (Android Smartohone) ব্যাটারি অনেকদিন পর্যন্ত ভাল রাখতে চাইলে কয়েকটি নিয়ম মেনে চলা প্রয়োজন। এক্ষেত্রে কী কী করণীয় এবং কোন কোন কাজ একেবারেই করবেন না সেগুলো একনজরে দেখে নেওয়া দরকার। রাস্তাঘাটে সবসময় ফোনে চার্জ দেওয়া সম্ভব হয় না। তাই সঙ্গে অনেকেই পাওয়ার ব্যাঙ্ক রাখেন। এই পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে ফোনে চার্জ দিলে ব্যাটারি যেন সেই চার্জ ধরে রাখতে পারে তার জন্য কয়েকটি নিয়ম মেনে চলা প্রয়োজন।
- ফোনের লোকেশন সার্ভিস অফ করে দিতে পারেন।
- ফোনে ব্যবহার করুন ডার্ক মোড।
- স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। অতিরিক্ত ব্রাইটনেস দ্রুত ফোনের চার্জ শেষ করে দেয়।
- ব্যাটারির পাওয়ার সেভিং মোড অতি অবশ্যই অন করে রাখুন।
- ফোনে গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট থাকলে তা বন্ধ রাখা প্রয়োজন।
ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভাল রাখার জন্য কী কী করণীয়
- ফোন চার্জে দিয়ে ব্যবহার করবেন না।
- ফোনে অতিরিক্ত চার্জ দেওয়াও ভাল নয়।
- গান শোনা, সিনেমা বা ভিডিও দেখা কিংবা গেম খেলার সময় ফোন চার্জে দেবেন না।
- প্রয়োজনে ফোন সুইচ অফ করে চার্জ দিতে হবে।
- যে কোম্পানির ফোন সেই কোম্পানির চার্জার ব্যবহার করাই ফোনের স্বাস্থ্যের পক্ষে ভাল।
- ভেজা হাতে ফোন ধরে তা চার্জে দেওয়া উচিত নয়।
- যে প্লাগ পয়েন্টে চার্জার লাগাচ্ছেন সেটা ঠিক থাকা প্রয়োজন। কারণ সরাসরি প্রভাবে পড়তে পারে ফোনের ব্যাটারিতে।
ফোনের ব্যাটারি খারাপ হলে কী কী সমস্যা হতে পারে
- ব্যাটারি গরম হয়ে ফুলে যেতে পারে।
- ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশ একটু ব্যবহারের পরেই মারাত্মক গরম হয়ে যেতে পারে।
- দ্রুত ফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে।
- উক্ত সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই দোকানে ফোন দেখিয়ে নিতে হবে নয়তো কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
আরও পড়ুন- ভারতে গুগল পিক্সেল ৭ সিরিজের প্রি-বুকিং শুরু হতে চলেছে, দেখে নিন দিনক্ষণ