এক্সপ্লোর
Whatsapp Blry Scam : সাবধান ! হোয়াটসঅ্যাপে ঝাপসা ছবিতে ক্লিক করছেন ? ফাঁদে পা দিচ্ছেন আপনি !
Whatsapp Blurry Scam : একবার ফাঁদে পা দিলেই প্রতারণার শিকার হবেন আপনি। এই স্ক্যামে আপনাকে একটি অস্পষ্ট ছবি পাঠাবে স্ক্যামাররা। যাতে পা দিলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে।
আপানার হোয়াটসঅ্যাপে এসেছে এই মেসেজ ?
1/8

Cyber Fraud : ডিজিটাল ইন্ডিয়ায় বেড়েই চলেছে সাইবার জালিয়াতির ঘটনা। সম্প্রতি, হোয়াটসঅ্যাপে একটি নতুন প্রতারণার ফাঁদ পেতেছে জালিয়াতরা। হোয়াটসঅ্যাপের এই স্ক্যামের নাম ব্লার ইমেজ স্ক্যাম।
2/8

এই নতুন প্রতারণাচক্র আপনার আবেগ নিয়ে খেলা করছে। একবার ফাঁদে পা দিলেই প্রতারণার শিকার হবেন আপনি। এই স্ক্যামে আপনাকে একটি অস্পষ্ট ছবি পাঠাবে স্ক্যামাররা। যাতে পা দিলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। আপনার ডিভাইস হ্যাক করে নেবে স্ক্যামাররা।
Published at : 14 Apr 2025 05:20 PM (IST)
আরও দেখুন






















