এক্সপ্লোর
Whatsapp Blry Scam : সাবধান ! হোয়াটসঅ্যাপে ঝাপসা ছবিতে ক্লিক করছেন ? ফাঁদে পা দিচ্ছেন আপনি !
Whatsapp Blurry Scam : একবার ফাঁদে পা দিলেই প্রতারণার শিকার হবেন আপনি। এই স্ক্যামে আপনাকে একটি অস্পষ্ট ছবি পাঠাবে স্ক্যামাররা। যাতে পা দিলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে।

আপানার হোয়াটসঅ্যাপে এসেছে এই মেসেজ ?
1/8

Cyber Fraud : ডিজিটাল ইন্ডিয়ায় বেড়েই চলেছে সাইবার জালিয়াতির ঘটনা। সম্প্রতি, হোয়াটসঅ্যাপে একটি নতুন প্রতারণার ফাঁদ পেতেছে জালিয়াতরা। হোয়াটসঅ্যাপের এই স্ক্যামের নাম ব্লার ইমেজ স্ক্যাম।
2/8

এই নতুন প্রতারণাচক্র আপনার আবেগ নিয়ে খেলা করছে। একবার ফাঁদে পা দিলেই প্রতারণার শিকার হবেন আপনি। এই স্ক্যামে আপনাকে একটি অস্পষ্ট ছবি পাঠাবে স্ক্যামাররা। যাতে পা দিলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। আপনার ডিভাইস হ্যাক করে নেবে স্ক্যামাররা।
3/8

এই ফাঁদে ফেলতে স্ক্যামাররা আপনাকে একটি অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে অস্পষ্ট ছবি পাঠাবে। সেই ছবির সঙ্গে একটি বার্তা লেখা থাকছে। যা আপনার কৌতূহল অনেকটাই বাড়িয়ে দেবে। এতে "Is this your old photo?", "Are you in this? Just look!", "Look who is this..." এর মতো মেসেজ পাঠানো হচ্ছে।
4/8

এই ধরনের মেসেজ পড়ার পরে বেশিরভাগ মানুষই সেই ছবি খোলার জন্য তাতে ক্লিক করবেন ! আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি জাল লিঙ্ক পাঠানো হবে। এখানেই আপনাকে প্রতারণার ফাঁদে ফাঁসায় জালিয়াতরা।
5/8

এই লিঙ্কের মাধ্যমে আপনাকে একটি ভুয়ো ওয়েবসাইটে নিয়ে যাবে প্রতারকরা। আপনাকে ওটিপি, ব্যাঙ্কের বিশদ বিবরণ বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। কখনও কখনও এই লিঙ্কটি আপনার ফোনে একটি ভাইরাস বা ম্যালওয়্যারও ইনস্টল করে দেয়।
6/8

এই কেলেঙ্কারির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যেতে পারে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। ব্যক্তিগত ছবি বা ডেটা চুরি হতে পারে। আপনার ফোন ভাইরাস বা স্পাইওয়্যার দ্বারা সংক্রমিত হতে পারে।
7/8

টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন। আপনার ফোনে একটি ভালো অ্যান্টি-ভাইরাস অ্যাপ ইনস্টল রাখুন। ভুল করে ক্লিক করলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করে ব্যাঙ্ককে জানান।
8/8

বর্তমানে এই ধরনের স্ক্যাম নতুন কিছু নয়। তবে একবার প্রতারকদের হাতে আপনার গোপন নথি চলে গেলে বার বার এই ধরনের জালিয়াতির মুখোমুখি হতে পারেন আপনি। তাই আগেই সাবধান হোন !
Published at : 14 Apr 2025 05:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
