Smartphones: বছরশেষে কিংবা নতুন বছরের শুরুতেই ভারতের বাজারে কোন কোন ফোন লঞ্চ হতে পারে? রইল তালিকা
Upcoming Smartphones: চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখে নিন সেই তালিকা।
Smartphones: বছরশেষে ভারতে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে বলে জানা গিয়েছে। যদিও এইসব স্মার্টফোন কবে দেশে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। এছাড়াও উল্লেখ্য, এই ফোনগুলির মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। কয়েকটি চিনে লঞ্চ হতে বাকি রয়েছে। তাই এটা স্পষ্ট যে আগে চিনে লঞ্চ হবে এইসব ফোন এবং তারপর আসবে ভারতের বাজারে।
দেখে নিন, ২০২৪ সালের শেষভাগে কিংবা ২০২৫ সালের একদম শুরুর দিকে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে
ওয়ানপ্লাস ১৩- এই ফোন চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। অনুমান, গ্লোবাল মার্কেটে এবং ভারতে ওয়ানপ্লাসের এই ফোন হয়তো আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি মাসে লঞ্চ হবে। তবে ওয়ানপ্লাস কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। এই প্রসেসরের গতি আগের চিপসেটের তুলনায় বাড়বে এবং এর সঙ্গে যুক্ত থাকবে বিভিন্ন এআই ফিচার। ওয়ানপ্লাস ১৩ ফোনে একটি শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ১০০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট দেখা যেতে পারে। এর পাশাপাশি ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং ফিচারের সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে।
আইকিউওও ১৩- আইকিউওও ১৩ ফোন লঞ্চ হতে চলেছে আইকিউওও ১২ ফোনের সাকসেসর মডেল হিসেবে। চিনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। এবার ভারতে আসার পালা। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ভারতে খুব তাড়াতাড়ি এই ফোন লঞ্চ হবে বলে অনুমান। হয়তো নভেম্বর কিংবা ডিসেম্বর মাসেই। অর্থাৎ ২০২৪ সাল, এই বছরের শেষেই ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও ১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে। আইকিউওও ১৩ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। এর সঙ্গে সংস্থার একটি নিজস্ব কিউ২ গেমিং চিপসেট থাকতে পারে। ভারতে লঞ্চের পর এই ফোন আইকিউওও ইন্ডিয়া ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে। জানা গিয়েছে, আইকিউওও ১২ ফোনের মতোই ডিজাইন হতে চলেছে আইকিউওও ১৩ ফোনের।
রিয়েলমি জিটি ৭ প্রো- এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি ৫ প্রো ফোনের সাকসেসর মডেল হিসেবে। সম্প্রতি একটি ইভেন্টে রিয়েলমি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তাদের আগামী ফোন রিয়েলমি জিটি ৭ প্রো মডেলে অতি শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকবে। এটিই ভারতের প্রথম রিয়েলমি ফোন হতে চলেছে যেখানে এই অত্যাধুনিক প্রসেসর থাকবে। অনুমান, নভেম্বর মাসেই রিয়েলমি জিটি ৭ প্রো ফোন চিনে এবং ভারতে লঞ্চ হবে। তবে দিনক্ষণ নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের নতুন 'কাস্টম লিস্ট' ফিচার, কী কী সুবিধা পাবেন ইউজাররা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।