এক্সপ্লোর
Advertisement
WhatsApp New Privacy Policy: শর্ত না মানলে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট! হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি ঠিক এটাই
এখনও পর্যন্ত যে কোনও আপডেট হোক বা প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়া, সবেতেই ‘নট নাউ’-র অপশন পাওয়া যায়। অর্থাৎ কেউ পরে সেই পলিসি স্বীকার করতে পারেন, সেক্ষেত্রে তার আগে পর্যন্ত পুরোনো ধাঁচেই চলত হোয়াটসঅ্যাপ। কিন্তু এবার তা বদলাচ্ছে।
নয়াদিল্লি: বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে যে মেসেজিং অ্যাপগুলি, তাদের মধ্যে একেবারে উপরের দিকে রয়েছে হোয়াটসঅ্যাপ। তবে নতুন বছরের শুরুতেই তাদের আনা নতুন প্রাইভেসি পলিসি নিয়ে হঠাৎই গুঞ্জন। হোয়াটসঅ্যাপ চেনা ছন্দে সক্রিয় রাখতে গেলে এবার থেকে বিনা শর্তে যে প্রাইভেসি পলিসি মেনে নিতে হবে ইউজারদের। সংস্থার পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো না হলেও, জানা গিয়েছে এবার থেকে প্রাইভেসি পলিসি অ্যাক্সেপ্ট না করলে নিস্ক্রিয় হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।
এখনও পর্যন্ত যে কোনও আপডেট হোক বা প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়া, সবেতেই ‘নট নাউ’-র অপশন পাওয়া যায়। অর্থাৎ কেউ পরে সেই পলিসি স্বীকার করতে পারেন, সেক্ষেত্রে তার আগে পর্যন্ত পুরোনো ধাঁচেই চলত হোয়াটসঅ্যাপ। কিন্তু এবার তা বদলাচ্ছে।
হোয়াটসঅ্যাপের এই প্রাইভেসি পলিসি বদলের কারণ হিসেবে সামনে উঠে আসছে ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে আরও বেশি করে সংযোগের বিষয়। আগেই হোয়াটসঅ্যাপ সংস্থা অধিগ্রহণ করেছিল ফেসবুক। সংযোগও স্থাপন হয়ে গিয়েছিল দুটির মধ্যে। তবে জানা যাচ্ছে, ইনস্ট্রাগ্রামের সঙ্গেও সংযোগের ক্ষেত্রে তেমনটাই করা হচ্ছে।
কী রয়েছে নতুন প্রাইভেসি পলিসিতে! সেখানে বলা রয়েছে, যে লাইসেন্স ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে তাতে আমাদের পরিষেবা ব্যবহারের জন্য হোয়াইটঅ্যাপে ছবি আপলোড থেকে বার্তা প্রেরণ, সবকিছুই হবে বিশ্বব্যাপী। যার অন্য কেউ ব্যবহার করলে সেক্ষেত্রে কোনও স্বত্ব পাওয়ার বিষয় থাকবে না।
কেউ যদি প্রাইভেসি পলিসি না মেনে নেন, তাহলে এক্ষুনিই অবশ্য নিস্ক্রিয় হয়ে যাচ্ছে না তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সরকারিভাবে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে আনতে তাদের এই প্রাইভেসি পলিসির আপডেট। তাই তার আগে যা মেনে না নিলে নিস্ক্রিয় হয়ে যাবে অ্যাকাউন্ট।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে সরকারিভাবে কিছু না জানানো হলেও তথ্যভিজ্ঞ মহলের একাংশের দাবি, ভুয়ো অ্যাকাউন্ট রুখে দেওয়ার লক্ষ্যেই হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপ। কারণ, আগেই ভুয়ো খবর রোখার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ করেছিল এই জনপ্রিয় মেসেজিং সংস্থা।
আবার অন্য এক অংশের আশঙ্কা এই প্রাইভেসি পলিসি মেনে নিলে লঙ্ঘিত হতে পারে ব্যক্তিপরিসর। কারণ, ব্যক্তিগত ছবি বলে কোনও স্বত্ব আর হয়তো থাকবে না এই আপডেটের পর।
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
ক্রিকেট
Advertisement