Vivo Phones: ৭০০০ এমএএইচেরও বেশি শক্তিশালী ব্যাটারি নিয়ে ভারতে হাজির ভিভোর নতুন ৫জি ফোন
Vivo T4 5G: ভিভোর এই ফোনে ৭৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট রয়েছে। এছাড়াও রিভার্স এবং বাইপাস চার্জিং ফিচারেরও সাপোর্ট রয়েছে।

Vivo Phones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৪ ৫জি ফোন (Vivo T4 5G Phone)। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট রয়েছে। এর সঙ্গে ১ ২জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে ৭৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ, ওয়্যারলেস এবং রিভার্স চার্জিং সাপোর্টও রয়েছে এই ফোনে। এছাড়াও ভিভো টি৪ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফোন, অর্থাৎ জলে এবং ধুলোয় সহজে নষ্ট হবে না।
ভারতে ভিভো টি৪ ৫জি ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে এই ফোন, জেনে নিন
ভিভো টি৪ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২১,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেল, যার দাম ২৫,৯৯৯ টাকা। এমারেল্ড ব্লেজ, ফ্যান্টম গ্রে- দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো টি৪ ৫জি ফোন। ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে অনলাইনে এই ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে অফলাইন রিটেল স্টোরে।
ভিভো টি৪ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED কোয়াড কার্ভড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি ৪ এনএম অক্টা-কোর প্রসেসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ বেসড Funtouch OS 15- এর সাপর্টে পরিচালিত হবে এই ফোন।
- ভিভো টি৪ ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এখানে পাওয়া যাবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। ফোনের স্ক্রিনের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
- ভিভোর এই ফোনে ৭৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট রয়েছে। এছাড়াও রিভার্স এবং বাইপাস চার্জিং ফিচারেরও সাপোর্ট রয়েছে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে ভিভো টি৪ ৫জি ফোনে। এটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস, ধুলো বেওং জলে সহজে নষ্ট হবে না। ফোনের ওজন প্রায় ১৯৯ গ্রাম।






















