Vivo V27 Pro: ভারতে পয়লা মার্চ আসছে ভিভো ভি২৭ প্রো, আনুষ্ঠানিক লঞ্চের আগেই প্রকাশ্যে সম্ভাব্য দাম
Smartphone: ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ভিভো ভি২৫ প্রো ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৭ প্রো ফোন।
Vivo V27 Pro: ভিভো ভি২৭ সিরিজ (Vivo V27 Series) লঞ্চ হতে চলেছে ভারতে। ১ মার্চ এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে ভিভো ভি২৭ (Vivo V27) এবং ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)- এই দুই ফোন। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে ভিভো ভি২৭ প্রো ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ভিভো ভি২৫ প্রো ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৭ প্রো ফোন।
ভারতে ভিভো ভি২৭ প্রো ফোনের দাম কত হতে পারে
শোনা যাচ্ছে, ভিভো ভি২৭ প্রো ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। এর মধ্যে প্রথম ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩৭,৯৯৯ টাকা। দ্বিতীয় ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩৯,৯৯৯ টাকা। আর তৃতীয় ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৪২,৯৯৯ টাকা।
ভিভো ভি২৭ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- এই ফোনে 3D কার্ভড ডিসপ্লে থাকতে পারে। তার সঙ্গে আলট্রা স্লিম ডিজাইন থাকার সম্ভাবনা রয়েছে। ১২০ হার্টজ রিফ্রেশ রেট হতে পারে ভিভো ভি২৭ প্রো ফোনের ডিসপ্লের।
- ফোনের পিছনের অংশে থাকতে পারে কালার চেঞ্জিং গ্লাস প্যানেল এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এর সঙ্গে থাকতে পারে একটি এলইডি ফ্ল্যাশ রিং। ৫০ মেগাপিক্সেলের Sony IMX766V মেন ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। সেখানে আবার থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট।
- Magic Blue এবং Noble Black- এই দুই রঙে লঞ্চ হতে পারে ভিভো ভি২৭ প্রো ফোন। এমনটাই জানা গিয়েছে ভিভো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে।
- ভিভোর আসন্ন ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম আউট অফ দ্য বক্স ফিচারের সাপোর্ট।
Nokia C02: চলতি সপ্তাহে নোকিয়া (Nokia) সংস্থা আরও একটি নতুন বাজেট স্মার্টফোন (Budget Smartphone) লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে চলেছে নোকিয়া সি০২ (Nokia C02)। এই ফোনে থাকতে চলেছে রিমুভেবল ব্যাটারি। অর্থাৎ ফোন থেকে ব্যাটারি খুলে নেওয়া যাবে। আজকাল যে সমস্ত ফোন লঞ্চ হয়, সেক্ষেত্রে এই ফিচার খুব একটা লক্ষ্য করা যায় না। জানা গিয়েছে, নোকিয়ার এই ফোনে একটি কমপ্যাক্ট ডিসপ্লে থাকতে চলেছে। তার সঙ্গে থাকবে অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম। বিশ্বের কয়েকটি দেশে নোকিয়া সি০২ ফোন পাওয়া যাবে।
আরও পড়ুন- ভারতে ১০ হাজার টাকার কমে নতুন ফোন আনল পোকো সি৫৫ ফোন, কী কী ফিচার রয়েছে?