Whatsapp: হোয়াটসঅ্যাপ গ্রুপে ২৫৬-র বেশি সদস্য, নোটিফিকেশন 'মিউট' করে দেবে কর্তৃপক্ষ
Whatsapp Features: হোয়াটসঅ্যাপ বিটা- র একদম লেটেস্ট ভার্সানে এই ফিচারের টেস্টিং চলছে। অর্থাৎ সমস্ত ইউজারদের জন্য এখনও এই ফিচার চালু হয়নি।
Whatsapp Groups: বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ (Whatsapp Features) কর্তৃপক্ষ। সম্প্রতি জানা গিয়েছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের (Whatsapp Groups) জন্য একটি নতুন ফিচারের পরীক্ষা নিরীক্ষা চলছে। শোনা যাচ্ছে। যেসমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে ২৫৬ জনের বেশি সদস্য থাকবে সেই গ্রুপ আপনাআপনিই মিউট করে দেবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বিটা টেস্টারদের জন্য এই নতুন ফিচারের ইতিমধ্যেই রোল আউট শুরু হয়েছে বলে শোনা গিয়েছে। হোয়াটসঅ্যাপ বিটা- র একদম লেটেস্ট ভার্সানে এই ফিচারের টেস্টিং চলছে। অর্থাৎ সমস্ত ইউজারদের জন্য এখনও এই ফিচার চালু হয়নি। তবে খুব তাড়াতাড়ি সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য এই ফিচার চালু হবে বলে অনুমান। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সূত্রে খবর, মূলত নোটিফিকেশন চাপ কমানোর জন্যেই এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপে কোনও গ্রুপ খুব বড় হয়ে গেলে অর্থাৎ সদস্য সংখ্যা বেশি হয়ে গেলে অতিরিক্ত পরিমাণে নোটিফিকেশন আসার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ইউজারদের অসুবিধা হতে পারে। এই সমস্যা এড়ানোর জন্যই চালু হতে চলেছে নতুন এই ফিচার।
সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হওয়া কিছু নতুন ফিচার
হোয়াটসঅ্যাপ কমিউনিটি- হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য অনেক ফিচারই চালু হয়। সম্প্রতি চালু হয়েছে হোয়াটসঅ্যাপ কমিউনিটি। আইওএস, অ্যান্ড্রয়েড এবং হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানে এই ফিচার চালু হয়েছে। হোয়াটসঅ্যাপ কমিউনিটি অনেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতোই। তবে এখানে একসঙ্গে অনেকগুলো গ্রুপ থাকবে। অর্থাৎ একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটির অর্থ হল সেখানে একসঙ্গে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে।
মনে রাখতে হবে একজন ইউজার একটি কমিউনিটিতে ৫০টি পর্যন্ত গ্রুপ যুক্ত করতে পারবেন। ৫০০০ পর্যন্ত সদস্য সংখ্যা রাখা যাবে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে। গ্রুপের মধ্যেও কমিউনিটি থেকে সদস্য যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপ কমিউনিটির জন্য একটি কমিউনিটি Announce গ্রুপ এমনিতেই তৈরি হবে। এখানে কমিউনিটি অ্যাডমিনরা সমস্ত কমিউনিটি সদস্যদের বার্তা পাঠাতে পারবেন। এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপে একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে। যেমন গ্রুপ ছেড়ে কোনও সদস্য বেরিয়ে গেলে তা কেবলমাত্র অ্যাডমিনই টের পাবেন। অন্য কোনও সদস্য তা জানতে পারবেন না। এছাড়াও বড় সাইজের ফাইল পাঠানোর অপশনও আসছে হোয়াটসঅ্যাপে। বর্তমানে হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি বা ভিডিওর সঙ্গে অডিও অর্থাৎ ভয়েস নোটও শেয়ার করা যায়।
হোয়াটসঅ্যাপে গ্রুপের সদস্য সংখ্যার সীমাও বাড়িয়েছে মেটা কর্তৃপক্ষ। বর্তমানে ১০২৪ জন সদস্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবেন। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের গ্রুপ কলেও একসঙ্গে যুক্ত হতে পারবেন ৩২ জন। এছাড়াও হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার ইন-চ্যাট পোল। অর্থাৎ কোনও বিষয়ে আলোচনা হলে গ্রুপের মধ্যে ভোট দেওয়ার সুযোগ পাবেন ইউজাররা।