World Most Expensive Phone: বিশ্বের সবচেয়ে দামি ফোন রয়েছে নীতা অম্বানির কাছে, দাম শুনলে চমকে যাবেন
iPhone 6 Pink Diamond: আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি ফোন আছে যার দাম বিমানের চেয়েও বেশি
iPhone 6 Pink Diamond: এই ফোনের দাম শুনলে চমকে উঠবেন আপনিও। ভারতের ধনকুবেরের স্ত্রী নীতা অম্বানির হাতে শোভা পায় এই ফোন। জানেন, বিমানের থেকেও দামি এই ফোনের মডেল।
World Most Expensive Phone: স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে প্রতিদিন লঞ্চ হচ্ছে নিত্যনতুন মডেল। স্মার্টফোনগুলিতে একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির করছে কোম্পানিগুলি। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রতিটি বিভাগের চাহিদা মেনে প্রস্তুত করছে এই স্মার্টফোনগুলি। মানুষ তাদের বাজেট ও সুবিধা অনুযায়ী স্মার্টফোন বেছে নেয়। বর্তমানে বাজারে বাজেট ফোন থেকে শুরু করে প্রিমিয়াম মডেল পাওয়া যাচ্ছে। যাদের বাজেট ভাল, তারা বেশি দামি স্মার্টফোন কেনেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি ফোন আছে যার দাম বিমানের চেয়েও বেশি।
এটি বিশ্বের সবচেয়ে দামি ফোন। এটির দাম জাগুয়ার ও বিএমডব্লিউ থেকেও বেশি। আজকের খবরে, আমরা আপনাকে বিশ্বের সবচেয়ে দামি ফোন সম্পর্কে বলতে যাচ্ছি। এর পাশাপাশি, আমরা অন্যান্য দামি ফোনের তালিকাও দেখে নেব।
World Most Expensive Phone: বিশ্বের সবচেয়ে দামি স্মার্টফোনের তালিকা
১ ফ্যালকন সুপারনোভা আইফোন 6 পিঙ্ক ডায়মন্ড (Falcon Supernova iPhone 6 Pink Diamond)
২ স্টুয়ার্ট হিউজ আইফোন 4এস এলিট গোল্ড (স্টুয়ার্ট হিউজ আইফোন 4এস এলিট গোল্ড)
৩ স্টুয়ার্ট হিউজ আইফোন 4 ডায়মন্ড রোজ সংস্করণ (স্টুয়ার্ট হিউজ আইফোন 4 ডায়মন্ড রোজ সংস্করণ)
৪ গোল্ডস্ট্রাইকার আইফোন 3জিএস সুপ্রিম (গোল্ডস্ট্রাইকার আইফোন 3GS সুপ্রিম)
৫ iPhone 3G কিংস বোতাম (iPhone 3G কিংস বোতাম)
৬ ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন (ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন)
৭ গোল্ডভিশ লে মিলিয়ন (গোল্ডভিশ লে মিলিয়ন)
৮ গ্রেসো লুক্সর লাস ভেগাস জ্যাকপট
৯ গোল্ডভিশ বিপ্লব (গোল্ডভিশ বিপ্লব)
এর মধ্যে Falcon Supernova iPhone 6 Pink Diamond (Falcon Supernova iPhone 6 Pink Diamond) হল বিশ্বের সবচেয়ে দামি ফোন। এর মূল্য কোটি টাকা।
Falcon Supernova iPhone 6 Pink Diamond
এটি বিশ্বের সবচেয়ে দামি ফোন। এই ফোনের দাম 48.5 মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 395 কোটি টাকা। ফ্যালকন সুপারনোভা এই ফোনটি তৈরি করতে আইফোন 6 কাস্টমাইজ করেছে। অ্যাপল 2004 সালে আইফোন 6 প্রবর্তন করে। ফ্যালকন সুপারনোভা 24 ক্যারেট সোনা দিয়ে আইফোন 6 সজ্জিত করেছে। এর সাথে এর পেছনের প্যানেলে একটি বড় গোলাপি রঙের হীরা লাগানো হয়েছে। এখানেও বিষয়টি শেষ হয় না। সংস্থাটি এটিকে প্ল্যাটনিয়াম দিয়েও লেপে দিয়েছে। ব্যবহারকারীদের নিরাপত্তার দিকেও খেয়াল রাখা হয়েছে এই ফোনে। এতে তথ্য সুরক্ষিত রাখতে হ্যাক প্রিভেনশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তথ্যের জন্য, আপনাকে জানিয়ে রাখি যে পিঙ্ক ডায়মন্ড ফ্যালকন সুপারনোভার এই ফোনটি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির কাছে রয়েছে।
আর পড়ুন : Upcoming Electric Bike: হন্ডা আনছে এই বৈদ্যুতিক বাইক, কড়া প্রতিযোগিতা হিরো, ওলার সঙ্গে