৭টায় বাংলা (Seg 1): তৃণমূলে আরও গুরুত্ব বাড়ল ফিরহাদ-অরূপ বিশ্বাসের; জাতীয় মুখপাত্র সুখেন্দু-কাকলি-মহুয়া।Bangla News
সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে থাকলেন অভিষেকই। অভিষেককে রেখেই জাতীয় স্তরে তৃণমূলের একাধিক কমিটি। তৃণমূলের সহ সভাপতি যশবন্ত সিন্হা, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য। সমন্বয়ের দায়িত্বে ফিরহাদ হাকিম, কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। মমতা আর জাতীয় কর্মসমিতির সঙ্গে সমন্বয়ের দায়িত্বে ফিরহাদ। নীতি নির্ধারণ কমিটিতে যশবন্ত সিন্হা, অমিত মিত্র। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হল সুখেন্দুশেখর রায়কে। রাজ্যসভার অধিবেশনে মুখপাত্র সুখেন্দু, লোকসভায় কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হল সুখেন্দু, কাকলি, মহুয়া মৈত্র।
তৃণমূলের সহ সভাপতি হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। দায়িত্ব পেয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'আমাদের মত গণতান্ত্রিক দল নেই। আমাকে যে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়, সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব।'
‘নতুনদের প্রয়োজন, কিন্তু মনে রাখতে হবে ওল্ড ইজ গোল্ড। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে বার্তা মমতার। গরিবের দল তৃণমূল কংগ্রেস, বৈভব কমাতে হবে। নবীন-প্রবীণ সবাইকে নিয়ে চলতে হবে। দলে নতুন-পুরনোদের মধ্যে সমন্বয় রক্ষা করে চলতে হবে। বাংলায় ক্ষমতা অটুট রেখে জাতীয় স্তরে বিরোধী শক্তি বাড়াতে হবে। সামাজিক মাধ্যমে কোনও ব্যক্তি নয়, দলের প্রচার করতে হবে’ ১ ঘণ্টার বৈঠকে ২৫ মিনিটের ভাষণ তৃণমূলনেত্রীর: সূত্র। তৃণমূলে আরও গুরুত্ব বাড়ল ফিরহাদ, অরূপ বিশ্বাসের।
বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি অনিতা মণ্ডল, চেয়ারম্যান সব্যসাচী দত্ত। চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী। আসানসোলের মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়, ডেপুটি ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক।
বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি অনিতা মণ্ডল, চেয়ারম্যান সব্যসাচী দত্ত। মেয়র পদে তাঁর নাম ঘোষণা হওয়ার পর কী বললেন কৃষ্ণা চক্রবর্তী? জল জমার সমস্যা সমাধান করার কথাও বললেন তিনি।