7 Tay Bangla (Seg-2): বউবাজারের বিপর্যস্ত বাড়ির বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে KMRCL-এর সঙ্গে বৈঠক।Bangla News
বউবাজারের বিপর্যস্ত বাড়ির বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে KMRCL-এর সঙ্গে বৈঠক। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট টিম ও আইআইটি রুরকির রিপোর্ট পাওয়ার পরই বাকি বিপর্যস্ত বাড়িগুলি নিয়ে ভাবনা চিন্তা শুরু হবে। এদিকে, বাড়ি বিপর্যয়ের জেরে আতঙ্কিত খোদ তৃণমূল বিধায়কের পরিবার।
বউবাজারে ফাটল-বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙা নিয়ে দিনভর জটিলতা। বাসিন্দাদের দাবি, বাড়ি ভাঙা নিয়ে KMRCL কর্তৃপক্ষের প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে সংশয়। কখনও আংশিক, কখনও বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলার প্রস্তাব দেওয়া হচ্ছে। শেষপর্যন্ত আগামীকাল দুর্গা পিটুরি লেনের ১৬ ও ১৬/A, এই দুটি বাড়ি আংশিক ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। KMRCL সূত্রে খবর, পরিস্থিতি খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে দুটি বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে কিনা। পাশাপাশি, দুর্গা পিটুরি লেনের ১৫ নম্বর বাড়িটি আগেই বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল কলকাতা পুরসভা। পাশের ১৪ নম্বর বাড়ির ওপর হেলে পড়ায়, বিপজ্জনক বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, এভাবে আপৎকালীন মানুষকে নিজের বাড়ি ছেড়ে বেরোতে বলছেন, নাহলে এক্ষুণি বাড়ি ভেঙে যাবে। এই ঘটনা ঘটলে চলে না।
"বিরোধী দলনেতা জানিয়েছেন তাঁর নন্দীগ্রামের এমএলএ অফিস ভাঙচুর হয়েছে। নন্দীগ্রামের এমএলএ অফিসে হামলা চালিয়েছে পুলিশ। দ্রুত মুখ্যসচিবের রিপোর্ট তলব।" ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের।