এক্সপ্লোর
৭টায় বাংলা (১): 'উধাও' কোচবিহারের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী, বিজেপি যোগের জল্পনা তুঙ্গে, সঙ্গে আরও খবর
বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যু। শৌচাগার থেকে উদ্ধার দেহ। পিটিয়ে মারার অভিযোগে অবরোধ, বিক্ষোভ। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়ে আদালতে আবেদন পুলিশের। এই ঘটনায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে রয়েছে মল্লারপুর থানা ঘেরাও কর্মসূচি। অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর প্রশাসন। এদিকে, বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে সাক্ষাতের পর থেকেই 'উধাও' কোচবিহারের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে খোঁজ পেলেন না রাজ্যের দুই মন্ত্রী। বাগনান-কাণ্ডে শুক্রবার ফের পথে নেমেছিল বিজেপি। অবরোধ করা হয়েছিল ফ্লাইওভার। অপরদিকে, বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে এখনও পর্যন্ত গ্রেফতার ছয়। লুধিয়ানা থেকে এদিন আটক করা হয় তিন শার্পশ্যুটারকে।






























