৭ টায় বাংলা: হাথরসে যাওয়ার পথে রাহুল গাঁধী গ্রেফতার, ‘পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের প্রমাণ নেই’, দাবি এডিজির, সঙ্গে অন্য খবর
হাথরসের নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে গ্রেফতার রাহুল গাঁধী। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। প্রথমে বাধা দেওয়া হয় রাহুল গাঁধীকে। গাড়ি থেকে নেমে হাঁটতে থাকেন রাহুল-প্রিয়ঙ্কা। পরে ফের তাঁদের দু’জনকে আটকানো হয়। ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় তাঁকে। রাহুলের হাতে চোট লেগেছে, দাবি রাজ্য কংগ্রেস সভাপতির। "আপনারা ভিডিওতে দেখতে পাবেন কাকে ধাক্কা দেওয়া হয়েছে আর কে নিজেই মাটিতে পড়ে গেছে।সংবাদমাধ্যমে টিকে থাকার জন্য রাহুল গাঁধী এই কাজ করেছেন," মন্তব্য বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহের। নির্যাতিতার বাড়ি গেলেন জেলাশাসক এবং এসএসপি। তাঁরা ওই পরিবারকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এ নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। বাড়াবাড়ি করলে আর্থিক সাহায্য পাবেন না, বাড়ি গিয়ে ‘হুমকি’ জেলাশাসকের। অন্যদিকে উত্তর প্রদেশ পুলিশের শীর্ষ আধিকারিক এডিজি বলেছেন, ‘ধর্ষণের কোনও প্রমাণ নেই’। পোস্টমর্টেমে বলা হয়েছে, গলায় চোট লাগার কারণে মৃত্যু হয়েছে ওই নির্যাতিতার।