৭টায় বাংলা (Seg 1): বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় চলছে উদ্ধারকাজ, উত্তরবঙ্গ মেডিক্যালে প্রস্তুত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা | Bangla News
উত্তরবঙ্গে (North Bengal) ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে গেল পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস (Bikaner-Guwahati Express)। কী কারণে এই দুর্ঘটনা, সেই সম্পর্কে বিভিন্ন তথ্য উঠে আসছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ৪০ জনকে ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, এর মধ্যে ২৪ জনকে নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে এবং ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জেলার বিভিন্ন জায়গা থেকে ৫১টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে। জেলার বিভিন্ন ব্লক থেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিয়ে আসা হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে প্রস্তুতি নেওয়ার নির্দেশ। সেখানে চিকিৎসকদের দল তৈরি রাখা হয়েছে। নিহতদের ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রেলের তরফে। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা।
"ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। রাজ্য সরকারের আধকারিকরা, জেলাশাসক, পুলিশ সুপার, উত্তরবঙ্গের আইজি পরিস্থিতি ও উদ্ধারকাজে নজর রাখছেন। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে', দুর্ঘটনার পরপরই ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।