Bangladesh News Live: বাংলাদেশিদের চিকিৎসা নয়, জানিয়ে দিল মানিকতলার নার্সিংহোম
Chinmoy Krishna Das News: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস পাঁচ দিন ধরে জেলে। এখনও মুক্তি পাননি চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ
LIVE
Background
কলকাতা: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস পাঁচ দিন ধরে জেলে। এখনও মুক্তি পাননি চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। কবে মিলবে জামিন, প্রশ্ন ইসকনের। এবার নিজের এক্স হ্যান্ডলে চিন্ময়কৃ্ষ্ণর মুক্তির দাবিতে সরব কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনও আলোচনা হয়নি, জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল বাংলাদেশের আদালতে ইসকনকে নিষিদ্ধ করার দাবি খারিজ হওয়ার পর প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না, প্রতিক্রিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। 'আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারে, সেটা আদালত দেখবে', প্রতিক্রিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে।
'ইসকন বাংলাদেশের বিরুদ্ধে একটানা মিথ্যা, বিদ্বেষমূলক প্রচার চলছে। ইসকনের সুনাম নষ্ট করে সমাজে অস্থিরতা ছড়ানোর চক্রান্ত চলছে। চট্টগ্রামে আইনজীবী সইফুল ইসলাম আলিফের হত্যার সঙ্গে ইসকনের কোনও সম্পর্ক নেই। তাও কিছু গোষ্ঠীর পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে ইসকনকে জড়িয়ে দিয়ে মিথ্যা প্রচার চলছে', প্রতিক্রিয়া ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাসের। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আজও প্রতিবাদ। কলকাতায় ইসকনের সদর দফতরের সামনে প্রতিবাদ জানালেন ভক্তরা। কীর্তনের মাধ্যমে প্রতিবাদ জানালেন ইসকনের ভক্তরা। বাংলাদেশের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রত্যন্ত গ্রামেও চলছে আক্রমণ, এবিপি আনন্দকে জানালেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
অন্যদিকে, আর জি কর কাণ্ডে দুর্নীতি মামলায় জমা পড়ল প্রথম চার্জশিট । দুর্নীতি মামলায় প্রায় ১০০০ পাতার নথির প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। একশোজনেরও বেশি সাক্ষীর বয়ানের ভিত্তিতে তৈরি হয়েছে চার্জশিট। 'চার্জশিটে নাম রয়েছে সন্দীপ ঘোষের। চার্জশিটে নাম রয়েছে ছাত্রনেতা আশিস পাণ্ডের। চার্জশিটে নাম রয়েছে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ, সুমন হাজরার। চার্জশিটে নাম রয়েছে সন্দীপ ঘোষের প্রাক্তন নিরাপত্তারক্ষী আফসার আলির', ষড়যন্ত্র, প্রতারণা এবং দুর্নীতির অভিযোগের যাবতীয় তথ্য রয়েছে চার্জশিটে, খবর সিবিআই সূত্রে।
শো কজের জবাব দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরেই জবাব দিলেন হুমায়ুন কবীর। বিধানসভার মধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে চিঠি তুলে দেন হুমায়ুন। দলবিরোধী কাজের অভিযোগ অস্বীকার করেছেন চিঠিতে, খবর হুমায়ুনের ঘনিষ্ঠ মহল সূত্রে। 'মুখ্যমন্ত্রীর উপর চাপ কমাতে অভিষেককে সরকারে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন তিনি', এটা দলবিরোধী কেন হবে? চিঠিতে প্রশ্ন হুমায়ুনের, খবর সূত্রের। 'তৃণাঙ্কুরের বিরুদ্ধে মুখ খোলার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে', গ্রামের বিধায়ক বলে এমন বিচার? প্রশ্ন হুমায়ুন কবীরের। গ্রামে ফিরে তৃণমূল কর্মীদের নিয়ে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি হুমায়ুনের। কথা শোনেননি জেলার নেতারা, কথা শুনতে চান না রাজ্যের নেতারাও, চিঠিতে অভিযোগ হুমায়ুনের, খবর সূত্রের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Bangladesh Unrest: বাংলাদেশকে ফের কড়া বার্তা দিল বিদেশমন্ত্রক
বাংলাদেশকে ফের কড়া বার্তা দিল বিদেশমন্ত্রক। প্রাথমিকভাবে সংখ্যালঘু-সহ নাগরিকদের জীবন ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। লোকসভায় লিখিত জবাবে এই কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
Arjun Singh: 'নবান্নের নির্দেশে কিছু বিজেপি নেতাকে খুনের চক্রান্ত হচ্ছে', বিস্ফোরক দাবি অর্জুন সিংহের
'এই রাসায়নিকের ১ গ্রামের দাম ১৭ কোটি টাকা। নবান্নের নির্দেশে কিছু বিজেপি নেতাকে খুনের চক্রান্ত হচ্ছে। এই রাসায়নিক পরমাণু বোমা তৈরিতে ব্যবহার হয়। নবান্নর নির্দেশে রাশিয়া থেকে বাংলাদেশ হয়ে বাংলায় ঢুকছে। ফের বিস্ফোরক দাবি অর্জুন সিংহের। 'কিছুদিন বাদে সামনে মাটি এনে অর্জুন বলবেন এটা মঙ্গল গ্রহের মাটি। কীভাবে মঙ্গল গ্রহ থেকে নাসা হয়ে ভারত, বাংলাদেশ হয়ে বাংলায় ঢুকেছে সেটা বলবেন অর্জুন সিংহ', পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের
West Bengal News: DRDO-র সরঞ্জাম ও নথি বিক্রির অভিযোগে গ্রেফতার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামী
DRDO-র সরঞ্জাম ও নথি বিক্রির অভিযোগে গ্রেফতার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামী। দেশবিরোধী কাজের জন্য গ্রেফতার। উদ্ধার তেজস্ক্রিয় পদার্থ ও প্রতিরক্ষা গবেষণা সংক্রান্ত নথি। উদ্ধার হওয়া তেজস্ক্রিয় পদার্থের নাম ক্যালিফোর্নিয়াম। ধৃত ফ্রান্সিস এক্কা কার্শিয়ং বন বিভাগের কর্মী। স্ত্রী অমৃতা এক্কা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা। কীভাবে ফ্রান্সিস এক্কার কাছে এল ভয়ঙ্কর তেজস্ক্রিয় ক্যালিফোর্নিয়াম ? অগাস্ট বিহারে ৩ জন ভয়ঙ্কর তেজস্ক্রিয় ক্যালিফোর্নিয়াম সহ গ্রেফতার হয়। ধৃত ফ্রান্সিস এক্কার বিহার যোগ কিনা খতিয়ে দেখতে বিহার যাচ্ছে মিরিক থানার পুলিশ
West Bengal News: DRDO-র সরঞ্জাম ও নথি বিক্রির অভিযোগে গ্রেফতার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামী
DRDO-র সরঞ্জাম ও নথি বিক্রির অভিযোগে গ্রেফতার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামী। দেশবিরোধী কাজের জন্য গ্রেফতার। উদ্ধার তেজস্ক্রিয় পদার্থ ও প্রতিরক্ষা গবেষণা সংক্রান্ত নথি। উদ্ধার হওয়া তেজস্ক্রিয় পদার্থের নাম ক্যালিফোর্নিয়াম। ধৃত ফ্রান্সিস এক্কা কার্শিয়ং বন বিভাগের কর্মী। স্ত্রী অমৃতা এক্কা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা। কীভাবে ফ্রান্সিস এক্কার কাছে এল ভয়ঙ্কর তেজস্ক্রিয় ক্যালিফোর্নিয়াম ? অগাস্ট বিহারে ৩ জন ভয়ঙ্কর তেজস্ক্রিয় ক্যালিফোর্নিয়াম সহ গ্রেফতার হয়। ধৃত ফ্রান্সিস এক্কার বিহার যোগ কিনা খতিয়ে দেখতে বিহার যাচ্ছে মিরিক থানার পুলিশ
Bangladesh News: কোনও সংস্থাকে নিষিদ্ধ করার কোনও আলোচনা সরকারের মধ্যে হয়নি। ইসকনকে নিষিদ্ধ করার প্রসঙ্গে এমনই দাবি করা হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে
কোনও সংস্থাকে নিষিদ্ধ করার কোনও আলোচনা সরকারের মধ্যে হয়নি। ইসকনকে নিষিদ্ধ করার প্রসঙ্গে এমনই দাবি করা হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে। চাপে পড়ে সুর নরম করছে ঢাকা? উঠছে প্রশ্ন। অন্যদিকে তাদের সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ তুলেছে বাংলাদেশের ইসকন।