৭টায় বাংলা (Seg 1): করোনা আবহেই জয়দেবের মেলাতে 'হ্যাঁ', উত্তর ২৪ পরগনায় সংক্রমণে রাশ টানতে তৎপর প্রশাসন | Bangla News
করোনা (Corona) আবহে মেলা না করার সিদ্ধান্ত নিয়েও চারদিনের মধ্যে সেই সিদ্ধান্ত থেকে সরে এল সরকার। আজ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, বিধি মেনে ছোট করে হবে জয়দেবের মেলা। সরকারের এই সিদ্ধান্ত বদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP) ও সিপিএম (CPM)।
উত্তর ২৪ পরগনায় বেলাগাম করোনা। সংক্রমণের শৃঙ্খল মানতে সপ্তাহের নির্দিষ্ট কয়েকটি দিন বাজার বন্ধ রাখাতেই জোর দিচ্ছে প্রশাসন। সেই মতো চলছে পুলিশি নজরদারি। মাস্ক না পরে বাইরে বেরোলেই চলছে ধরপাকড়।
এদিকে, রাজ্যে করোনার (Corona) দৈনিক সংক্রমণ ফের ২১ হাজার পার! রাজ্যে একদিনে ২১ হাজার ৯৮জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় বাড়ল মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ১৯জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৬৫, কলকাতায় একদিনে করোনায় ৬জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ১৬জন সংক্রমিত, উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় ৫জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে করোনায় ১ হাজার ৪৩৫জন সংক্রমিত, সেখানে একদিনে করোনায় ৩জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় একদিনে ১ হাজার ৮১৫জন সংক্রমিত, ৩জনের মৃত্যু। নদিয়ায় একদিনে ৩৮৫জন সংক্রমিত, ২জনের মৃত্যু। রাজ্যে গতকালের তুলনায় বাড়ল টেস্ট, কমল পজিটিভিটি রেট। হাওড়ায় মাইক্রো কনটেনমেন্ট জোন ৪১ থেকে বেড়ে ৬৬।