৭ টায় বাংলা(১) : মণীশহত্যা কাণ্ডে ‘তৃণমূল যোগ’, দাবি অর্জুন সিংহের, ডায়মন্ড হারবারে আক্রান্ত বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, সঙ্গে অন্য খবর
মণীশ শুক্ল হত্যাকাণ্ডে বিস্ফোরক অর্জুন সিংহ। এই ঘটনায় ধৃত দুজনের সঙ্গে তৃণমূল যোগের দাবি করেন এই বিজেপি সাংসদ। এই ঘটনায় ধৃত খুররমের সঙ্গে তৃণমূলের প্রথম সারির সব নেতার যোগ আছে, দাবি অর্জুন সিংহের। তাঁর দাবি, মহম্মদ খুররমের সঙ্গে মদন মিত্র, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম ও দীনেশ ত্রিবেদির সম্পক আছে। পাশাপাশি টিটাগড়ে মণীশ শুক্ল খুনে এফআইআরে দুই তৃণমূল নেতার নাম। নাম রয়েছে টিটাগড়ের পুরপ্রশাসক প্রশান্ত চৌধুরীর নাম। এছাড়াও ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাসের নাম রয়েছে। আজ ডায়মন্ড হারবারে আক্রান্ত বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। দলীয় সভায় যোগ দিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। বিজেপি নেতার গাড়িতে হামলা, নিগ্রহের অভিযোগ। ডায়মন্ড হারবারে সভায় যাচ্ছিলাম। প্রায় ১৫০ লোক গাড়ি ঘিরে ধরে। ভেঙে ফেলা হয় গাড়ির কাঁচ। অকথ্য গালিগালাজ করা হয়। তাঁদের মারধর করা হয় বলে জানান আক্রান্ত বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। অন্যদিকে লোকালয়ে দেখা দিয়ে উধাও রয়্যাল বেঙ্গল টাইগার। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ঘটনা।