এক্সপ্লোর
৭টায় বাংলা (২): মাদক-মামলায় দীপিকা, শ্রদ্ধা, সারাকে সমন, ১৬ ডিসেম্বরের মধ্যে রাজ্যকে বকেয়া ডিএ মেটাতে বলল স্যাট, সঙ্গে অন্যান্য খবর
মাদক মামলায় এবার দীপিকা পাড়ুকোনকে সমন। দীপিকা ছাড়াও সারা আলি খান, শ্রদ্ধা কপূরকেও সমন করা হয়েছে। সমন পৌঁছে দিতে শ্রদ্ধার বাড়িতে যান এনসিবির অফিসাররা। শুক্রবার সকালে দীপিকাকে হাজিরার নির্দেশ দিয়েছে এনসিবি। এখন গোয়াতে আছেন দীপিকা। শনিবার হাজিরার নির্দেশ শ্রদ্ধা ও সারাকে। কাল ডাকা হয়েছে শ্রুতি, রকুলপ্রীতকে। অন্যদিকে, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে রাজ্যকে নির্দেশ দিল স্যাট। সত্যের জয়, প্রতিক্রিয়া কর্মচারী ফেডারেশনের।






























