৭টায় বাংলা (৩): প্রার্থীতালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় বিক্ষোভ বিজেপি কর্মীদের
প্রার্থীতালিকা প্রকাশ হওয়ার পরেই বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। মালদা ও দুর্গাপুরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জলপাইগুড়িতেও বিজেপি প্রার্থীকে নিয়ে বিক্ষোভ দেখান সমর্থকরা। প্রার্থী ঘোষণার পরই উত্তর চব্বিশ পরগণার জেলায় দলীয় কার্যালয়ে ফ্লেক্স ছিঁড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। টিকিট না পেয়ে বিজেপির সব পদ থেকে ইস্তফা দিয়েছেন সৌরভ শিকদার (Sourav Sikdar)। যদিও তিনি বলেন এর সঙ্গে প্রার্থী পদের কোন সম্পর্ক নেই। বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন বিজেপি নেতা তপন শিকদারের আত্মীয় সৌরভ। আসানসোলে দলের পর্যবেক্ষকে পদেও ইস্তফা দিয়েছেন তিনি। উত্তরবঙ্গে কোচবিহারে সিতাইয়ে দীপক রায়কে প্রার্থী করার প্রতিবাদে বিজেপি ত্যাগ কোচবিহার বিজেপি সহ সভাপতির। ফের তৃণমূলে ফিরলেন ভবেশ রায়।






























