7tay Bangla: বিতর্কের মধ্যেই পিএসি চেয়ারম্যানের পদে মুকুলের ইস্তফা, ছাড়লেন সদস্যপদও । Bangla News
মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড, রাজস্থানের পর বাংলা। ২০২৪-এই বাংলায় সরকারের বিসর্জনের হুঙ্কার শুভেন্দুর। ২০৫৬-তেও পারবে না, পাল্টা কুণাল। সারদাকাণ্ডে শুভেন্দুর গ্রেফতারির দাবিতে পথে তৃণমূল। সল্টলেকে সিজিও কমপ্লেক্সের সামনে অবস্থান। অধিকারী-ভবনের সামনে মিছিল।
সারদায় সবাইকে ডাকা হলে, শুভেন্দুকে ছাড় কেন? ইডি-সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন বাবুলের। কোর্টের নজরদারিতে তো তদন্ত, পাল্টা বিজেপি।
মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে কোচবিহারে শুভেন্দুর মিছিল। কনভয় লক্ষ্য করে তৃণমূলের গোব্যাক স্লোগান।
সারদায় টাকা ফেরতের দায়িত্বে এবার অবসরপ্রাপ্ত বিচারপতি তালুকদার কমিটি। সেবির মাধ্যমে বিক্রি করা যাবে বাজেয়াপ্ত করা সম্পত্তি।
বিতর্কের মধ্যেই পিএসি চেয়ারম্যানের পদে মুকুলের ইস্তফা। ছাড়লেন সদস্যপদও। অসুস্থতার কারণ দেখিয়ে বিধানসভার অধ্যক্ষকে চিঠি।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)