Bardhaman Fraud Case: বর্ধমানের প্রতারণা চক্রের মূল পাণ্ডার সঙ্গে দিলীপ ঘোষ, অর্জুন সিংহের ছবি
বর্ধমানের প্রতারণা চক্রের মূল পাণ্ডা কি দেবকুমার চট্টোপাধ্যায়? সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্রের পর্দাফাঁস। পালশিটের হোটেল থেকে ৮ জন গ্রেফতার, গাড়ি বাজেয়াপ্ত। দেবকুমার চট্টোপাধ্যায়ের নামে একজনের খোঁজে পুলিশ। বারাসাতের ট্রেনিং ক্যাম্পে থাকতেন নিমতার দেবকুমার। ২০১৮ থেকে সরকারি চাকরির নামে ট্রেনিং, টাকা আত্মসাত্। রোড সেফটি অর্গানাইজেশনে চাকরি দেওয়ার নামে প্রতারণা। রাজ্যপালের অভিনন্দন-বার্তা দেখিয়ে আস্থা অর্জন করা হত। শপথবাক্য পাঠ করানোর কথা বলে ফের টাকা চাওয়ার অভিযোগ।
অভিযুক্ত দেবকুমারের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ অর্জুন সিংহের ছবি। ‘অনেকেই বিজেপি করে, আমি চিনি না,’ দেবকুমার বিতর্কে দাবি বিজেপি সাংসদ অর্জুন সিংহের। অভিযুক্ত দেবকুমার ভোটের আগে বিজেপি করতেন, জানালেন উত্তর শহরতলী জেলা কমিটির সভাপতি।
সমস্ত শো
সেরা শিরোনাম
