৭ টায় বাংলা(Seg 2): বড়তলায় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে গ্রেফতার এক, জেরায় তৃণমূল যোগের কথা স্বীকার। Bangla News
পুরভোটের দিন বড়তলা থানা এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের একটি বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ওই ব্যক্তিকে ইভিএম-এ বারবার বাটন টিপতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় যার সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। এ নিয়ে বড়তলা থানায় অভিযোগ দায়েরের পর গৌরব দাস নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, তিনি তৃণমূল প্রার্থীর এজেন্টের রিলিভার ছিলেন। তিনি মক পোল করছিলেন, সেই সময় ওই ভিডিও তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত যে সব দাবি করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও তৃণমূলের দাবি, ওই ব্যক্তি দলের কেউ নন।
কলকাতা পুরভোটে বিজেপির কার্যত ভরাডুবি হয়েছে। এপ্রসঙ্গে বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, 'কলকাতায় আমরা চার নম্বরে ছিলাম, সেখান থেকে তিন নম্বরে এসেছি। সন্ত্রাসের আবহে কলকাতায় পুরভোট হয়েছে। বিরোধী মনস্করা কেউ ভোট দিতে বেরোননি। সেই কারণেই বিরোধীদের ভোট কমেছে।'
পুরভোটের ফল ঘোষণার পর এলাকা সাফাইয়ে নামলেন তৃণমূলের জয়ী প্রার্থী অতীন ঘোষ (Atin Ghosh)। তিনি ১১ নং ওয়ার্ডের দাঁড়িয়ে জয়ী হয়েছেন। আজ সকালে ওই ওয়ার্ডেরই ফরিয়াপুকুর, মোহনবাগান লেনে দলীয় কর্মীদের নিয়ে তৃণমূলের (TMC) পতাকা, ফেস্টুন, ব্যানার সরিয়ে দেন তিনি।
IOC-র প্ল্যান্টে অগ্নিকাণ্ডে নতুন তথ্য। গ্যাসের পাইপলাইনে লিক ছিল, পুলিশ সূত্রের দাবি। শাটডাউন প্রসেসে নিয়ম মানা হয়নি। পাইপলাইনের গ্যাস খালি করে শাটডাউন প্রক্রিয়া হয়নি। পাইপলাইনে ন্যাপথার উপস্থিতি, লিক করে অগ্নিকাণ্ড। পাইপলাইনে গ্যাস নেই মনে করে ওয়েল্ডিংয়ের কাজ শুরু। শ্রমিকরা ওয়েল্ডিংয়ের কাজ শুরু করতেই অগ্নিকাণ্ড। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
জোর করে চাঁদা নেওয়ার প্রতিবাদ করায়, এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মিনাখাঁয়। গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত সহ তিনজন। মেলার অনুমতি দেওয়া হয়নি বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।