WB Election 2021: ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর না হলে প্রধানমন্ত্রীর দফতরে ধর্না, হুঁশিয়ারি তৃণমূলনেত্রীর
বাঁকুড়ার জয়পুরের উত্তরপাড়ে তৃণমূলের দলীয় অফিসে বিস্ফোরণ। বিস্ফোরণে আহত ৩। তৃণমূলের দলীয় অফিসে বোমা মজুত করা হচ্ছিল, অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ।
ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর না হলে এবার প্রধানমন্ত্রীর দফতরে ধর্না। হুঁশিয়ারি তৃণমূলনেত্রীর। ২ তারিখের পর নবান্নের সামনে ধর্না দিতে হবে, কটাক্ষ দিলীপের।
হায়দরাবাদের একটি দল এসে সিপিএম-কংগ্রেসের সঙ্গে হাতে মিলিয়েছে। টাকা নিয়েছে বিজেপির থেকে। লক্ষ্য সংখ্যালঘু ভোটে ভাগ বসানো। ফের আক্রমণ মমতার। অযৌক্তিক কথা বলছেন তৃণমূল নেত্রী, পাল্টা রবীন দেব।
বিজেপির বিরুদ্ধে বহিরাগতদের ভোটের কাজে লাগানোর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। ভোটে অশান্তির আশঙ্কা করে নির্বাচন কমিশনে নালিশ করল তৃণমূল। ওঁদের কথা কেউ বিশ্বাস করে না বলে পাল্টা দাবি করেছে বিজেপি।
ভোটের আগের দিন পশ্চিম মেদিনীপুরের শালবনির জঙ্গল থেকে উদ্ধার হল এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল, অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।






























