আজ বাংলায়: এজেসি বোস রোড ফ্লাইওভারে পুলিশের গাড়িতে ধাক্কা, আহত এক মহিলা কনস্টেবল
লোকাল ট্রেন (Local Train) চালু করতে কী ভাবনা? রাজ্যকে চিঠি দিয়ে জানতে চাইল রেল। ‘স্টাফ স্পেশাল ট্রেনগুলিতে ভিড় বাড়ছে, আরও ট্রেন চালানো প্রয়োজন। করোনা (Corona) আবহে স্টাফ স্পেশালে ভিড় কমানো প্রয়োজন’, রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানাল পূর্ব রেল (Eastern Railway)। কার্যত লকডাউনের পর রাজ্য কি লোকাল ট্রেন চালানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেবে? সেই কথাও জানতে চাওয়া হয়েছে রেলের তরফে। পাশাপাশি যোগ্য সম্মান না পেয়েই বিজেপি ছেড়েছেন মুকুল রায় (Mukul Roy)। দলের বিরুদ্ধে সুর চড়িয়ে এই অভিযোগই করলেন মুকুল-ঘনিষ্ঠ বিজেপি (BJP) নেতা দুলাল বর। স্বার্থসিদ্ধির জন্যই বিজেপিতে এসেছিলেন, পাল্টা আক্রমণ বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর (Mihir Goswami)। এদিকে মুকুল রায়ের পর আর কারা ফিরতে পারেন তৃণমূলে? এই নিয়ে তুঙ্গে জল্পনা। এদিকে এজেসি বোস রোড (A.J.C Bose Road) ফ্লাইওভারের ওপর বেপরোয়া গাড়ির ধাক্কা। গাড়িটি ধাক্কা মারে পুলিশের গাড়ি ও একটি বাইকে। পদ্মপুকুরের দিকে যাচ্ছিল গাড়িটি। দুর্ঘটনায় আহত হয়েছেন মহিলা কনস্টেবল। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করার চেষ্টা চালানো হচ্ছে।