এক্সপ্লোর
আজ বাংলায়: 'কাজ না হওয়ায় ভোট গিয়েছে বিজেপিতে', পঞ্চায়েত সদস্যের স্বীকারোক্তির পরই তাঁকে বসিয়ে দেওয়ার ফরমান অনুব্রতর
থমকে উন্নয়ন, ভোট গিয়েছে বিজেপির কাছে। পুনরুদ্ধার করা সম্ভব নয়। তারাপীঠে তৃণমূলের কর্মী সভায় অনুব্রতের সামনে অকপট স্বীকারোক্তি পঞ্চায়েত সদস্যের। কাজ না হওয়ায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে বসিয়ে দেওয়ার ফরমান অনুব্রতর। নন্দীগ্রামে পথশ্রী প্রকল্পের সূচনার পর ভাংচুর। রাস্তা পাকা না হওয়ায় ক্ষোভ এলাকাবাসীর। ভাঙা হল অনুষ্ঠানমঞ্চ, শিলান্যাস ফলক। প্রকল্পের সূচনা করে বিডিও চলে যেতেই শুরু হয় ভাংচুর।






























