আজ বাংলায়: প্রাণঘাতী হামলার এক মাস পরে হাসনাবাদে বাবু মাস্টারের রোড-শো
প্রাণঘাতী হামলার এক মাস পরে উত্তর চব্বিশ পরগণার হাসনাবাদে বাড়িতে ফিরলেন বাবু মাস্টার (Babu Master)। ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে এলাকায় ফিরেই রোড-শো করলেন বিজেপি নেতা। যদিও বাবু মাস্টারের রোড-শোকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। গায়ে তারকা তকমা। কিন্তু তা বুঝতে দিচ্ছেন না কেউ। বিজেপি-তৃণমূল-বাম সব দলের তারকা প্রার্থীরাই প্রচারে বোঝাতে চাইলেন তারা ঘরের লোক। কয়লা পাচারকাণ্ডে প্রথম গ্রেফতার। লালা-ঘনিষ্ঠ কয়লা ব্যবসায়ী রণধীর সিংহ-কে অন্ডালের কাজোড়া এলাকা থেকে গ্রেফতার করল সিআইডি। দুর্গাপুর, আসানসোলের বেশ কয়েকটি বেআইনি কয়লা খনিতে যান সিআইডি-র তদন্তকারীরা। কথা বলেন ইসিএলের আধিকারিকদের সঙ্গে। সিআইডি সূত্রে খবর, কয়লা পাচারে এলাকা ভাগ করা ছিল। মূলত নিউ কাজোড়া এলাকায় বেআইনি খনি থেকে কয়লা তুলে বাইরে পাচার করতেন ব্যবসায়ী রণধীর সিংহ। সিআইডি-র দাবি, খনি শ্রমিকদের কাছ থেকে তাঁর নাম জানা যায়। তল্লাশি অভিযান চলাকালীন গা ঢাকা দেন রণধীর সিংহ। গোপন সূত্রে গতকাল তাঁর বাড়ি ফেরার খবর পেয়ে হানা দেন সিআইডি-র গোয়েন্দারা। কয়লা পাচারে অভিযুক্ত ওই ব্যবসায়ীকে বাড়ি থেকেই পাকড়াও করা হয়।