আজ বাংলায়: ব্রাত্য বসুর মুখে 'জয় শ্রীরাম' স্লোগান, কটাক্ষ বিজেপির
নদীয়ার বীরনগরে বিজেপিকে হারানোর ডাক দিয়ে 'জয় শ্রীরাম' ধ্বনি তুললেন ব্রাত্য বসু। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র সহ দলেন অন্যান্য নেতারা। ব্রাত্য বসুর গলায় জয় শ্রীরাম ধ্বনি শুনে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। বিজেপিতে যোগ দিয়ে অমিত শাহের সঙ্গে সাক্ষাতে হিরণ (Hiran Chatterjee) ও যশ (Yash Dasgupta)। ৪৪ বছর ধরে বাংলা লক্ষ্মীহারা। এখন অলক্ষ্মীকে তাড়িয়ে বাংলায় লক্ষ্মী ফেরাতে হবে, প্রতিক্রিয়া হিরণের। অমিত শাহের (Amit Shah) সঙ্গে কথা হয়েছে, উনি উৎসাহিত করলেন, মন্তব্য অভিনেতা যশের। টলি তারকাদের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) বলেন, যাঁরা যাচ্ছেন তাঁরা যাক। যাঁরা দিদিকে ভালবাসে, তাঁরা দিদির জন্য সব সময় কাজ করবে। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। আগামীকালই রাজ্যে আসছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৫ তারিখের মধ্যে রাজ্যে আসবে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে থাকছে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ। এছাড়াও থাকছে এসএসবি, আইটিবিপি। কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের চিলাখানায় স্থানীয় বিজেপি পার্টি অফিসে আজ সকালে হুমকি পোস্টার ঘিরে উত্তেজনা ছড়ায়। ওই পোস্টারে খেলা হবে স্লোগান লিখে হুমকি দেওয়া হয়েছে। পোস্টারের নীচে লেখা জয় বাংলা (Joy Bangla)। স্থানীয় বিজেপি (BJP) নেতা কর্মীরা ঘটনার কথা জেনে পার্টি অফিসে আসেন। তাঁদের অভিযোগ, ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের (TMC) দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ঘটনা ঘটেছে।