আজ বাংলায়: নেত্রীর বার্তার পরেও ব্যারাকপুর পুরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডে তৃণমূলের প্রার্থীপদ নিয়ে অব্যাহত অশান্তি | Bangla News
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থীপদ নিয়ে অশান্তি অব্যাহত। ৩ নং ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী সুতপা দত্তের সমর্থনে লেখা দেওয়াল মুছে দেওয়া হয়েছে। ফ্লেক্স টাঙানো হয়েছে সন্দীপা বিশ্বাসের সমর্থনে। অন্যদিকে চার নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে পড়েছে পোস্টার।
উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি পুরসভায়, একাধিক ওয়ার্ড একে অন্যের জন্য ছেড়ে রেখেছে বাম-কংগ্রেস (Left-Congress)। তাহলে কি দুই জেলায় আসন সমঝোতা করে লড়বে দুই শিবির? তেমনটাই ইঙ্গিত দিয়েছেন দুই দলের নেতারা।
গতি বেশি থাকায় বাইক গর্তে পড়ে প্রায় ২৫ মিটার দূরে ছিটকে পড়েন শশীভূষণ মিঞ্জ। বাসন্তী হাইওয়েতে (Basanti Highway) দুর্ঘটনায় তিলজলার ট্রাফিক সার্জেন্টের মৃত্যুর ঘটনায় অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের।
আসানসোলের পুরভোটে (Asansol Municipal Election) তৃণমূলের (TMC) অন্যতম মুখ পেশায় আইনজীবী ইন্দ্রাণী মিশ্র (Indrani Mishra)। পুরভোটের আগে যুব কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। স্বল্প ও হালকা খাবারই পাওয়ার মিল তৃণমূল প্রার্থীর।