Recruitment Scam:৫বার কোর্টে গরহাজির,কী অবস্থা সুজয়কৃষ্ণের?কেন্দ্রীয় সরকারের হাসপাতালে কাকুর 'টেস্ট'
ABP Ananda LIVE: এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার 'কালীঘাটের কাকু'। জেল থেকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে কাকুর 'টেস্ট'। ৫ বার কোর্টে গরহাজির, কী অবস্থা সুজয়কৃষ্ণের? কেন্দ্রীয় সরকারের হাসপাতালে কালীঘাটের কাকুর স্বাস্থ্যপরীক্ষা। শারীরিক অবস্থা ঠিক থাকলে ৪ দিনের হেফাজতে নেবে সিবিআই।
তোলাবাজিতে অভিযুক্ত কাউন্সিলর কোথায়? বাগুইআটিতে প্রোমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার পর ২ দিন পার। এখনও অধরা বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। গতকাল গভীর রাতে কাউন্সিলরের দেশবন্ধুনগরের ফ্ল্যাটে হানা দেয় বাগুইআটি থানার পুলিশ। কাউন্সিলরের ফ্ল্যাটের দরজায় নোটিস ঝুলিয়ে দেওয়া হয়।
তোলা না দেওয়ায় বাগুইআটিতে প্রোমোটারকে এভাবেই মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অথচ ঘটনার ২ দিন পরও খোঁজই নেই অভিযুক্ত কাউন্সিলরের। এবার ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে শাসক নেতার বাড়িতে নোটিস ঝোলাল পুলিশ। আক্রান্ত প্রোমোটারের অভিযোগ, আইন মেনে নির্মাণ কাজ করলেও, তাঁর কাছে ৫০ লক্ষ টাকা দাবি করেন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। ২৩ লক্ষ টাকা দিয়েও দেন তিনি। বাকি টাকা না দেওয়ায়, জোর করে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ প্রোমোটারের। পরে ফের কাজ শুরু করায়, তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বন্দুকের বাঁট দিয়ে মেরে, মাথা ফাটিয়ে দেওয়া হয়। ২ জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনও অধরা।