আজ বাংলায়: রাজ্যের বিধি নিষেধে কড়াকড়ির সিদ্ধান্তকে স্বাগত জানাল চিকিৎসকমহল
ভয়ঙ্কর সংক্রমণের হাত থেকে রেহাই পেতে কার্যত লকডাউনের পথে হেঁটেছে রাজ্য সরকার। রাজ্যের বিধি নিষেধে কড়াকড়ির সিদ্ধান্তকে স্বাগত জানাল চিকিৎসকমহল। তাঁরা বলেছেন, এটা খুবই দরকারি ছিল। স্বাস্থ্য পরিকাঠামোয় চাপ কমাতে ও সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই বিধিনিষেধ অত্যন্ত প্রয়োজন ছিল। কার্যত লকডাউন ঘোষণার পরেই শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত টলিপাড়াতেও।
পাঁশকুড়ার কোভিড হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। হাসপাতালে ভাঙচুরের অভিযোগ। মাথা ফাটল হাসপাতালের সুপারের। ভাঙচুরের অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। অন্যদিকে দেখভালে গাফিলতিতে জোকার ইএসআই হাসপাতালে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ। সকালে হাসপাতালের সুপারের ঘরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালান মৃতের পরিজনেরা। মেডিক্যাল অফিসারকে আঙুল উঁচিয়ে হুমকি। গালিগালাজও করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে পুলিশ।
করোনা সঙ্কটের মাঝে এক পরিবারের পাঁচ সদস্যের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের হেমতাবাদে শোরগোল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে হাওড়ায় বাবা-ছেলের রহস্য মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
করোনায় ভাইকে হারালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায় করোনা আক্রান্ত ছিলেন। প্রায় ১ মাস ধরে তিনি ভর্তি ছিলেন মেডিকা হাসপাতালে। সেখানেই আজ সকালে তাঁর মৃত্যু হয়। মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া।