আজ বাংলায়: ‘কাল রাজ্যকে স্বাভাবিক রাখতে হবে', BJP-র ডাকা বনধ মোকাবিলায় জরুরি বৈঠকে মুখ্যসচিব | Bangla News
কাল বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধ। বনধ মোকাবিলায় জরুরি বৈঠকে মুখ্যসচিব। ডিএম, এসপি-দের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যসচিব। ‘কাল রাজ্যকে স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে হবে’, ডিএম, এসপি-দের নির্দেশ মুখ্যসচিবের।
‘কাল রাজ্যে সব কিছু অন্যান্য দিনের মতোই খোলা থাকবে। স্কুল-কলেজ, দোকান-বাজার, গণপরিবহণ স্বাভাবিক থাকবে। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানও খোলা থাকবে। জোর করে বন্ধ করতে চাইলে কঠোর পদক্ষেপ করবে প্রশাসন রাজ্য সরকারের প্রত্যেক কর্মচারীর হাজিরা বাধ্যতামূলক। বিশেষ কারণ ছাড়া ছুটি মঞ্জুর হবে না। অনুপস্থিত থাকলে একদিনের মাইনে বাদ যাবে। কর্মজীবন থেকেও একদিন বাদ দেওয়া হবে’, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার।
ভোট শেষ হতে তখনও ঘণ্টা দেড়েক বাকি। সেই সময়ও বুথ দখল ও ছাপ্পা ভোটের অভিযোগে এভাবেই তুলকালাম বাঁধল উত্তর দিনাজপুরের ডালখোলা (Dalkhola) পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে। তৃণমূলের টিকিট না পেয়ে এবার এই ওয়ার্ডে নির্দল হয়ে লড়াই করছেন ইতি করণ। তাঁর অনুগামীদের অভিযোগ, ভোটে রিগিং করছে তৃণমূল।
খাসতালুকে বিক্ষোভের মুখে বিরোধী নেতারা। বহরমপুরে বিক্ষোভের মুখে অধীর চৌধুরী। ভাটপাড়ায় অর্জুন সিংহকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীকে গো-ব্যাক স্লোগান দিল তৃণমূল।
‘দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কাল তোলা হবে আনিসের (Anish Khan) দেহ। সকাল ৮টায় আনিসের দেহ তুলবে সিট (SIT)। ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠানো হবে আনিসের দেহ’, আনিসের বাড়িতে গিয়ে জানালেন সিটের সদস্যরা। ৮টা নয়, সকাল ১০টায় সিটকে আসতে বলল আনিসের পরিবার।