প্রথম দফার ভোটের পর কড়া কমিশন, আত্মরক্ষার্থে গুলি চালানোর নির্দেশ কেন্দ্রীয় বাহিনীকে, দেখুন Ananda Sakal
হাবড়ার বিজেপি (BJP) প্রার্থী রাহুল সিনহাকে (Rahul Sinha) ঘিরে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। আজ সকালে হাবড়ার নালন্দা মোড়ে হাবড়া পুরসভার সাফাই কর্মীরা প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান। এদিন উত্তর ২৪ পরগনায় জনসংযোগ করতে যান তিনি। 'চায় পে চর্চা' কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাহুল। রাহুল সিনহা জানান, "পুরসভা চলছে কিন্তু কেমন পরিষেবা মিলছে তা প্রমাণ হয়ে গেল। এটা কোন ধরনের রাজনীতি!" এদিকে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ওপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে। প্রথম দফা ভোটের আগের দিন অর্থাৎ ২৬ মার্চ পটাশপুরে (Patashpur) দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত হন পটাশপুর থানার ওসি (OC) দীপক চক্রবর্তী। গুরুতর জখম হন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানও। সূত্রের খবর, সেই ঘটনার পরে নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে যদি কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হয়, তাহলে আত্মরক্ষার স্বার্থে যা ব্যবস্থা নেওয়ার, বাহিনী নেবে। প্রয়োজনে গুলিও চালাতে পারে বাহিনী। পাশাপাশি আজ হাজরায় (Hazra) জনসংযোগে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার (Debashis Kumar)। হাজরা সংলগ্ন এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন তিনি। তিনি বলেন, "এটা আমার পাড়া। দীর্ঘদিন ধরে মানুষ আমাকে চেনেন। সেই পরিচিতি আছে, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বড় ফ্যাক্টর। আমি আত্মবিশ্বাসী যে মানুষ আমার ওপর আস্থা রাখবেন, আমার দলের ওপর আস্থা রাখবেন।" দলীয়-কোন্দল নিয়ে তিনি বলেন, "যারা এই কথা বলছেন, তারা ঠিক বলছেন না।"