Ananda Sakal I: উত্তরবঙ্গ থেকে দক্ষিণ কলকাতা, আজ পর পর সভা মমতার, চারটি রোড শো করবেন অমিত শাহও
আজ দুই বঙ্গেই জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে প্রথমে সভা করবেন কোচবিহার উত্তর কেন্দ্রে। দ্বিতীয় সভাটি রয়েছে শীতলকুচিতে। এরপর কলকাতায় জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে সভা যাদবপুরে। দ্বিতীয়টি টলিগঞ্জে। পাশাপাশি আজ ফের হুগলিতে রোড শো করবেন অমিত শাহ (Amit Shah)। এরপর রোড শো ডোমজুড়ে। তৃতীয় রোড শো হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রে। শেষ রোড শো বেহালা পূর্বে। পাশাপাশি বাম-কংগ্রেসের মিছিল রয়েছে ঢাকুরিয়া থেকে। পাশাপাশি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি। প্রথমে হুগলির সপ্তগ্রামে জনসভা। দ্বিতীয়টি ওই জেলার চাঁপদানিতে। এরপর হাওড়া শিবপুরে রোড শো। এদিকে দুর্গাপুর পশ্চিমে (Durgapur Paschim) বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্গাপুর পশ্চিমে বিজেপি (BJP) প্রার্থীর বিরুদ্ধে বেনজির বিক্ষোভ। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন জেলা বিজেপি নেত্রী চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায়। 'লক্ষ্মণ ঘরুইকে প্রার্থী মনোনীত করায় নষ্ট হয়েছে দলের ভাবমূর্তি, সেই কারণেই নির্দল হিসেবে দাঁড়ানোর এই সিদ্ধান্ত', দাবি জেলা বিজেপি নেত্রীর। ঘটনায় ব্যঙ্গ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। পাশাপাশি ছত্তীশগঢ়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষের পর থেকে নিখোঁজ এক সিআরপিএফ (CRPF) জওয়ান। সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রে খবর, ওই জওয়ান তাদের হেফাজতে রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মাওবাদীরা। সেই সঙ্গে তারা এটাও জানিয়েছে, ওই জওয়ানকে ছাড়ার বিষয়ে তারা সরকারের সঙ্গে আলোচনায় রাজি। এর জন্য মধ্যস্থতাকারীর নামও ঘোষণা করতে বলেছে মাওবাদীরা। ছত্তীসগঢ়ে ওই সংঘর্ষে ২২ জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে।