Ananda Sakal III: কাল থেকে কমতে পারে তাপমাত্রা, তবে রাজ্যে রাজনীতির পারদ কিন্তু উর্দ্ধমুখী
ভাতিজা থেকে বহিরাগত ইস্যুতে TMC-BJP রাজনৈতিক সংঘাত তুঙ্গে। বহিরাগতদের এনে লাভ হবে না বাংলায়, বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এসব করে লোকের মন ফেরানো যাবে না, কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও। ভাতিজা থেকে বহিরাগত, বিবাদ দিনে দিনে বাড়ছে। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। ভাতিজা ইস্যু তুলে ফের তৃণমূলকে খোঁচা দিয়েছেন Kailash Vijayvargiya। পাল্টা জবাব দিয়েছেন Partha Chatterjee। অন্যদিকে Majherhat Bridge দ্রুত খোলার দাবিতে BJP-র মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড। এরই মধ্যে বিজেপির সাধারণ সম্পাদক Kailash Vijayvargiya-কে গ্রেফতার করা হয়েছে না হয়নি, তা নিয়ে একপ্রস্থ নাটক। পরস্পর বিরোধী দাবি BJP ও প্রশাসনের। পাশাপাশি আজ আরও উর্দ্ধমুখী পারদ। তবে স্বস্তি দিয়ে আলিপুর আবহাওয়া দফতর এটাও জানাচ্ছে, আগামিকাল থেকে ফের পারদ পতনের সম্ভাবনাও রয়েছে। গতকালের তুলনায় temperature বাড়ল ২ ডিগ্রি বেশি। Kolkata-র সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।