Ananda Sakal IV: সকাল থেকে আকাশের মুখভার, কলকাতা-সহ শহরতলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
গত ১০০ বছরে এমন মহামারীর মৃত্যু মিছিল দেখেনি ভারতবর্ষ। করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে ভারতের এমন ভয়াবহ পরিস্থিতির জন্য মোদি সরকারকে দায়ী করল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান জার্নাল নেচার (Nature)। বিশ্বখ্যাত নেচার পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ব্রাজিলে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গেছে। ভারতে এই অতিমারী প্রতিদিন সাড়ে ৩ হাজারের বেশি মানুষের প্রাণ নিচ্ছে। দুই দেশের ভৌগলিক দূরত্ব হাজার মাইল হলেও দুই দেশেই এই সংকট তৈরি হয়েছে রাজনৈতিক ব্যর্থতার কারণে। নেতারা ব্যর্থ হয়েছেন, গবেষকদের পরামর্শ মতো পদক্ষেপ নেয়নি। ভারতের নেতারাও সঠিক সময়ে কড়া পদক্ষেপ নেননি। উল্টে কিছু ক্ষেত্রে বিরাট বিরাট জমায়েত করেছেন। নেচার পত্রিকার এই পর্যবেক্ষণকে সমর্থন করেছেন বিশেষজ্ঞরাও। এদিকে আজ সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও। দুই দিনাজপুর, মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department)।






























