Ananda Sakal (Seg 2): জাতিভিত্তিক জনগণনা নিয়ে মোদি সরকারের ভূমিকার কড়া সমালোচনা বিরোধীদের।Bangla News
"জিটিএ (GTA) ভোট কেউই চান না, কোন পার্টি চায় না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চান। যে করে হোক পাহাড়ে ক্ষমতা দখল করতে হবে। কারণ ওখানে তৃণমূলের (TMC) সঙ্গে কেউই আসতে চান না। তো এই সুযোগে গায়ের জোরে কতজনকে জেতাতে চাইছেন। কিন্তু এর ফল, পাহাড় আবার অশান্ত হবে আবার হিংসা হবে। জিটিএ ভোটের বিরোধীতায় মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
তেইশের বিধানসভা ভোটের আগে সেমিফাইনাল। ২৩ জুন ত্রিপুরার ৪ বিধানসভা আসনে হবে উপনির্বাচন। মুখ্যমন্ত্রীর পর, এবার সরকার বদল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
দেশে জাতিভিত্তিক জনগণনার দাবিতে সরব হল তৃণমূল। দিল্লিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গতকাল এই নিয়ে সুর চড়ান তৃণমূল-সহ অন্যান্য দলের নেতারা। জাতিভিত্তিক জনগণনা নিয়ে মোদি সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন তাঁরা। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও।