Ananda Sakal (Seg 4): তিন বছরের সম্পর্কে অবনতির জেরেই ছাত্রীকে কুপিয়ে খুন?।Bangla News
প্রেমের সম্পর্কে চিড় ধরায়, প্রেমিকাকে নারকীয়ভাবে কুপিয়ে খুন। গ্রেফতার অভিযুক্ত যুবক। গতকাল ভরসন্ধেয় এই ঘটনা ঘটেছে বহরমপুরের গোরাবাজারের একটি মেসের সামনে। সেখানেই থাকতেন বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী। পুলিশ সূত্রে খবর, আদতে ইংরেজবাজারের বাসিন্দা সুতপার সঙ্গে মালদারই পুখুরিয়ার বাসিন্দা সুশান্ত চৌধুরীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক কীভাবে বদলে গেল চূড়ান্ত আক্রোশে? কারণ খতিয়ে দেখছে পুলিশ।
তিনবছর আগে সুতপার সঙ্গে সুশান্তর বন্ধুত্ব হয়। পরে সেই সম্পর্কে চিড় ধরে, দাবি নিহত ছাত্রীর বাবার। মেয়ে জানায়, ফোন করে ব্ল্যাকমেল করছে সুশান্ত। হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে বলেও জানায় মেয়ে। ইংরেজবাজারে স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ জানানো হয়। দাবি নিহত ছাত্রীর বাবার। ইংরেজবাজারের এয়ারভিউ রোডে বাড়ির উল্টোদিকেই থাকত সুশান্ত। পিসির বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল সকাল ১১টায় মেয়ের সঙ্গে ভিডিয়ো কলে শেষবার কথা হয়। সেইসময় মেয়ে টাকা চেয়েছিল, দাবি নিহত ছাত্রীর বাবার।