Ananda Sokal: ধর্ম নিয়ে বাংলায় তোলপাড়, আঁচ সুদূর ব্রিটেনেও
ABP Ananda Live: সিঙ্গুর থেকে কেন গেল টাটারা? লন্ডনে শিল্পায়ন নিয়ে বলার সময় হঠাৎ বিক্ষোভকীদের প্রশ্ন! টাটা, কগনিজেন্ট আছে বলে পাল্টা দাবি মুখ্যমন্ত্রীর। ছাব্বিশের ভোটের আগে ধর্ম নিয়ে বাংলায় তোলপাড়, আঁচ সুদূর ব্রিটেনেও। আমি সবার, বললেন মমতা। রাজ্যের আক্রান্ত হিন্দুদের পাশে বিশ্বের হিন্দুরা, পাল্টা বিজেপি। বিদেশের মাটিতে মুখ্য়মন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিক্ষোভ, কিন্তু নেপথ্য়ে কারা? সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর ইউনাইটেড কিংডম শাখা এই ঘটনার দায় স্বীকার করেছে। SFI-এর বক্তব্য়, মুখ্য়মন্ত্রী একটার পর একটা মিথ্য়ে কথা বলে পার পেয়ে যাবেন ভেবেছিলেন, কিন্তু SFI কোথাও, কোনও অবস্থাতেই পার পেতে দেবে না। পাল্টা কুণাল ঘোষের কটাক্ষ, অতৃপ্ত আত্মা, হতাশা, মানসিক অবসাদ থেকেই এই ধরনের ঘটনা। লন্ডনের অনুষ্ঠানে, ভারতের অর্থনীতির অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হলে ‘ভিন্ন মত’ পোষণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই সুর চড়াচ্ছে বিজেপি।






























