Ananda Sokal Part-1: RG Kar কাণ্ডের জোড়া মামলায় এবার CBI, হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার
আর জি কর মেডিক্যালে এবার আর্থিক অনিয়মের মামলাতেও হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য় সরকার।চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় ইতিমধ্য়েই সদ্য় প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার ৮ দিন জিজ্ঞাসাবাদ করেছে CBI। আর এবার RG কর মেডিক্য়াল কলেজে আর্থিক অনিয়মের মামলারও তদন্ত করবে এই কেন্দ্রীয় এজেন্সিই। অর্থাৎ জোড়া মামলায় এবার CBI 'স্ক্য়ানারে' সন্দীপ ঘোষ। এই রায়ের আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হল, এর ফলে আর রাজ্য় সরকারের তৈরি SIT আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতে পারবে না। তাদের যাবতীয় নথি CBI-এর হাতে তুলে দিতে হবে। লিখিত নির্দেশনামায় কলকাতা হাইকোর্ট উল্লেখ করেছে, এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, মূল বিবেচ্য় বিষয় হল--- তদন্ত যেন সঠিকভাবে হয়। এই মামলায় গুরুতর অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দিক থেকে তদন্ত করলে, সার্বিক সুবিচারের পথে সমস্য়া তৈরি হতে পারে। হাইকোর্ট আরও জানিয়েছে, যে অভিযোগগুলি তোলা হচ্ছে এবং যে ঘটনা ঘটেছে--- দুইয়ের মধ্য়ে আপাত সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)