Chhok Bhanga 6ta: চম্পাহাটিতে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। পরপর ৩টি বিস্ফোরণে উড়ে গেল গোটা কারখানা
ABP Ananda LIVE : ফের বিস্ফোরণ চম্পাহাটিতে। কোথায় নজরদারি? বন্ধ হিন্দমোটর কারখানায় যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য। ED তল্লাশিে তোলপাড়ের পর সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট রাজ্যের। আইপ্যাকে তল্লাশিতে তোলপাড়, এবার সুপ্রিম কোর্টে ইডি, ক্যাভিয়েট দাখিল রাজ্যের। আইপ্যাকের অফিস ও প্রতীকের বাড়ি থেকে তথ্য সংগ্রহ পুলিশের
বাঁকুড়াকে ১২-০ করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের
বাঁকুড়াকে ১২-০ করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। '২০২৪ এর লোকসভায় ৪ থেকে বেড়ে আমাদের ৬ হয়েছে। বিষ্ণুপুর লোকসভার একটা আসন পড়ে বর্ধমানের খণ্ডঘোষে। বাঁকুড়া লোকসভার একটা আসন পড়ে পুরুলিয়ার রঘুনাথপুরে। বিষ্ণুপুরকে ছয় মারতে হবে, রঘুনাথপুরকেও ছক্কা মারতে হবে। এবার ভোটে তৃণমূল কংগ্রসের পক্ষে ১২-০ করতে হবে। তৃণমূল জিতলে অধিকার পাবেন, বিজেপি জিতলে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দু'মুঠো ভাত, বিজেপি জিতলে ধর্মে-কর্মে আঘাত', মন্তব্য অভিষেকের।
All Shows






























