Chak Bhanga Chata LIVE: ছাব্বিশের নির্বাচনে ফের বিজেপিকে ৫০ এ নামিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক
ABP Ananda LIVE: '২০০২ সালে এসআইআরে সময় লেগেছিল ২ বছর। এখন ২ মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন বলছে এসআইআর করবে। ২০২৬ সালে ৫টি রাজ্যে নির্বাচন রয়েছে, বাংলা, কেরল, তামিলনাড়ু, অসমে, পুদুচেরিতে নির্বাচন আছে, কৌশলে বাদ দেওয়া হয়েছে অসমকে। ৫টি রাজ্যের মধ্যে শুধুু অসমে ক্ষমতায় রয়েছে বিজেপি। বাংলায় এসআইআর হবে, অসমে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে বলে এসআইআর হবে না বলেছে কমিশন। কোন আইনে লেখা রয়েছে একটি রাজ্যে এসআইআর হবে, অন্য রাজ্যে হবে না ? কার নির্দেশে কাজ করছে কমিশন, এত গায়ের জ্বালা কেন ? অসমে কেন এসআইআর নয়, সদুত্তর দিতে পারেনি জাতীয় নির্বাচন কমিশন', মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রীর কাছে ২টি ভোটার কার্ড, অভিযোগ শুভেন্দুর
তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রীর কাছে ২টি ভোটার কার্ড, অভিযোগ শুভেন্দুর। বারুইপুর পশ্চিমের ১৪৫ নম্বর বুথ ও কুলতলির ১২০ নম্বর বুথে নাম রয়েছে নমিতা সর্দারের, পোস্ট বিরোধী দলনেতার। বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়েকর স্ত্রী বারুইপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও, দাবি শুভেন্দুর। এভাবেই জোচ্চুরি করে তৃণমূল, আক্রমণ বিরোধী দলনেতার। মুখে গণতন্ত্রের কথা বললেও তৃণমূল নেতারা ভোটার তালিকাকে নিজের সম্পত্তি বলে গণ্য করে, পোস্ট শুভেন্দুর। ব্যবস্থা নিক নির্বাচন কমিশন, বাতিল করা হোক ডুপ্লিকেট ভোটার কার্ড, দায়ের হোক এফআইআর, পোস্ট শুভেন্দুর।































