Chok Bhanga 6ta : মালদার সভা থেকে আসল পরিবর্তনের ডাক প্রধানমন্ত্রীর। Narendra Modi।BJP। Malda
ABP Ananda LIVE : প্রতিবাদের নামে বেলডাঙায় বেলাগাম তাণ্ডব, আর তা ঠেকাতে পুলিশের হাতিয়ার ৩০ ঘণ্টার দীর্ঘ সংযম, ধৈর্য। যার পরিণতিতে রাস্তা অবরোধ, রেল অবরোধ, বাস ভাঙচুর, ফের সাংবাদিক নিগ্রহ কিছুই বাদ গেল না। পাশের জেলা মালদা থেকে এদিনই তৃণমূলকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী ফের দিলেন আসল পরিবর্তনের ডাক।
আজ মালদায় আসার আগে ফের প্রধানমন্ত্রীর নিশানায় তৃণমূল। 'তৃণমূলের প্রতি তিতিবিরক্ত পশ্চিমবঙ্গ। তৃণমূল সরকারকে প্রত্যাখ্যান করতে তৈরি পশ্চিমবঙ্গ। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের উদাহরণ সামনে আসছে। মানুষ এখন চায় উন্নয়নমুখী বিজেপি সরকার' : প্রধানমন্ত্রী।
আরও খবর...
SIR শুনানি নিয়ে হয়রানির অভিযোগ, আমডাঙার রাহানা মোড়ে গ্রামবাসীদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
SIR শুনানি নিয়ে হয়রানির অভিযোগ। আমডাঙার রাহানা মোড়ে গ্রামবাসীদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। অবরুদ্ধ ১২ নম্বর জাতীয় সড়ক, ব্যাহত যান চলাচল। গুমা চৌমাথায়ও SIR অবরোধ চলছে। তৃণমূল মাইনরিটি সেলের নেতা সিদ্দিক হোসেনের নেতৃত্বে বিক্ষোভ। অবরুদ্ধ যশোর রোড, থমকে রয়েছে যানবাহন।
All Shows






























