Chok Bhanga Chota : নেপথ্যে দেখছেন প্রতিহিংসা I পোস্টিং বিতর্কে স্বাস্থ্য়কর্তাদের দ্বারস্থ চিকিৎসকরা
ABP Ananda LIVE : লিস্টে অন্য। আর জি কর আন্দোলনের মুখ ৩ চিকিৎসকের পোস্টিং ঘিরে বিতর্ক। সাক্ষাৎ এড়ালেন স্বাস্থ্যসচিব। পোস্টিং বিতর্কে স্বাস্থ্য়কর্তাদের দ্বারস্থ চিকিৎসকরা। কাল নালিশ আশফাকুল্লার। নেপথ্যে প্রতিহিংসা I স্বাস্থ্যভবনে গিয়ে অভিযোগ দায়ের দেবাশিস, অনিকেতদের।
ছাব্বিশের আগে পুরনো দল কংগ্রেসে ফিরছেন হুমায়ুন কবীর?
ছাব্বিশের আগে পুরনো দল কংগ্রেসে ফিরছেন হুমায়ুন কবীর? জল্পনা উস্কে বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'গত ২ মাস ধরে কংগ্রেস হাইকম্যান্ড থেকে যোগাযোগ করছে। এখনই কংগ্রেসে যাওয়ার প্রয়োজনীয়তা দেখছি না। মুর্শিদাবাদ জেলায় অনেক জুনিয়র দায়িত্বপালন করছেন। আমাকে না সরানো পর্যন্ত আমি তৃণমূলনেত্রীকে ছেড়ে যাব না। সাওনী সিংহ রায়, অপূর্ব সরকার, আবু তাহের, খলিলুর রহমান রাজনীতিতে আমার জুনিয়র। জেলার রাজনীতিতে সম্মান পাচ্ছি না, আমি ব্রাত্য হয়ে গেছি। জেলায় অনেকের থেকে আমার যোগ্যতা বেশি। প্রমাণ-সহ রিপোর্ট দিয়ে তৃণমূলনেত্রীকে বোঝাব'।
All Shows






























