RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের গণস্বাক্ষর অভিযান ঘিরেও সংঘাত, পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জুনিয়র ডাক্তারদের গণস্বাক্ষর অভিযান ঘিরেও সংঘাত । ম্যাটাডোর আটকানোর অভিযোগ থেকে শুরু করে পুলিশের বিরুদ্ধে জরিমানা করার অভিযোগ । কর্মসূচির গাড়িগুলিকে চিহ্নিত করে ১৫ হাজার টাকা জরিমানা করার অভিযোগ জুনিয়র ডাক্তারদের । 'বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ' । ১০ দফা দাবি আদায়ে স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান । গণস্বাক্ষর অভিযান জুনিয়র ডাক্তারদের
আরও খবর..
আর জি কর কাণ্ডে সিবিআইয়ের উপর চাপ বাড়াতে ফের CGO কমপ্লেক্স অভিযান। দ্রুত তদন্তের দাবিতে সিবিআই দফতর অভিযানে জাগো নারী নামে একটি মহিলা সংগঠন। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল যাবে CGO কমপ্লেক্সে।
সেকেন্ড ইনিংসের প্রথম ম্যাচেই পুরনো ফর্মে কেষ্ট। জেলমুক্তির পর প্রথম জনসভা বীরভূম তৃণমূলের সভাপতির। মুরারইয়ের সভা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে বার্তা অনুব্রতর। খোঁজ নিলেন অনুপস্থিত কাজল শেখের। যদিও অনুব্রতর সভার আগে শুরু হয় বিশৃঙ্খলা।